বিশ্বাস করো ডুববে না
জরাজীর্ণ বলে ভেবো না, ভেঙে যাবে,
ও কিছু নয়,
সামান্য বিরহী দহনে ঝলসে গেছে,
ওঠে গেছে খানিক খোলস।
ওটা কৃত্রিম ছিল,
ভেতরটা কভু দেখনি,
দিব্যি শালকাঠ ।
নির্বিঘ্নে পদ রাখো,
বিশ্বাস করো, ভেঙে পড়বে না।
কদর্য শ্যাওলায় ভরে গেছে বলে,
ভেবো না পিচলে যাবে।
ওরা পেষণে জমে ওঠা,
কতক বিষণ্ন ভাবনা,
এসেই দেখো,
ভাঁজপরা যৌবনটা উল্টিয়ে,
জীর্ণ ঝিনুকেই মুক্তো থাকে,
তুমিও ঠকবে না।
বাহ্যিক ছিঁন্ন ভিন্ন বলে,ভেবো না,
ডুবে যাবে মাঝ দরিয়ায়।
চাকচিক্যেই ধোঁকার বাহাড়,
ওঠেই দেখো ভগ্ন এ নায়,
বিশ্বাস রেখো ঠকবে না,
ডুবি ডুবি করেও, ডুববে না।
ও কিছু নয়,
সামান্য বিরহী দহনে ঝলসে গেছে,
ওঠে গেছে খানিক খোলস।
ওটা কৃত্রিম ছিল,
ভেতরটা কভু দেখনি,
দিব্যি শালকাঠ ।
নির্বিঘ্নে পদ রাখো,
বিশ্বাস করো, ভেঙে পড়বে না।
কদর্য শ্যাওলায় ভরে গেছে বলে,
ভেবো না পিচলে যাবে।
ওরা পেষণে জমে ওঠা,
কতক বিষণ্ন ভাবনা,
এসেই দেখো,
ভাঁজপরা যৌবনটা উল্টিয়ে,
জীর্ণ ঝিনুকেই মুক্তো থাকে,
তুমিও ঠকবে না।
বাহ্যিক ছিঁন্ন ভিন্ন বলে,ভেবো না,
ডুবে যাবে মাঝ দরিয়ায়।
চাকচিক্যেই ধোঁকার বাহাড়,
ওঠেই দেখো ভগ্ন এ নায়,
বিশ্বাস রেখো ঠকবে না,
ডুবি ডুবি করেও, ডুববে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ২২/১১/২০১৫শুভেচ্ছা রইল প্রিয়কবি।
-
রুহুল আমীন রৌদ্র. ২২/১১/২০১৫ধন্যবাদ প্রিয়কবি।।
-
রুহুল আমীন রৌদ্র. ২০/১১/২০১৫ধন্যবাদ প্রিয়কবি।।।
-
রুহুল আমীন রৌদ্র. ২০/১১/২০১৫ধন্যবাদ প্রিয়কবি।।।
-
রুহুল আমীন রৌদ্র. ২০/১১/২০১৫ধন্যবাদ প্রিয়কবি।।
-
রুহুল আমীন রৌদ্র. ২০/১১/২০১৫ধন্যবাদ প্রিয়কবি।।
-
মোঃ মুলুক আহমেদ ১৭/১১/২০১৫খুব ভালো লাগলো
-
সহিদুল হক ১৩/১১/২০১৫কাব্যিকতা প্রশং শ নীয়।
-
দেবর্ষি সিংহ ০৮/১১/২০১৫Bhalo laglo
-
মোঃ নাজমুল হাসান ০৮/১১/২০১৫হৃদয় ছুয়ে গেল...
-
মনিরুজ্জামান শুভ্র ০৭/১১/২০১৫অনেক ভাল লিখেছেন। আসাধারণ ভাবনা । ভাল লাগলো।
-
শমসের শেখ ০৭/১১/২০১৫কবির ভাবনা অনেকটা কবিতায় ফুটে উঠেছে।
-
নির্ঝর ০৭/১১/২০১৫সুন্দর লেখা ভাল লাগল।
-
ঋজু কবি ০৭/১১/২০১৫অসাধারন ভাবনা । খুব খুব ভালো লাগল আমার ।