এক মোহনায় হারিয়ে যাব
খেলব আমি তোমার নায়ে,
আদুল গায়ে, নগ্ন পায়ে
উতাল নেশায় মাতাল হব,
চুমোয় চুমোয় ছূঁয়ে যাব,
তোমার নায়ের তল,
দেখব তোমার প্রেম সায়রে,
কতই গভীর জল।
ও কুমারী, ও কিশোরী,
প্রেম যমুনার উতাল তরী,
ওই যমুনায় ডুবে মরি,
তুলে লও আমায়।
তোমার মাঝেই মিশবো আমি,
আমার মাঝে তুমি,
এক মোহনার হারিয়ে যাব,
শত পর্বত চুমি।
প্রেমো নাও ভিড়াব মোরা,
নোঙর তুলে ঘাটে,
এক মোহনায় হারাব দু'জন,
সূর্য নামলে পাটে।
বালিরচরে বাঁধবো বাসর,
খেলব মাখামাখি,
বিজন বনে গেয়ে যাবে,
সুখের পরশ পাখি।
চলবে মোদের প্রেমের ভেলা,
অনন্তকাল ধরে,
এক মোহনায় হারিয়ে যাব,
চির কালের তরে।
আদুল গায়ে, নগ্ন পায়ে
উতাল নেশায় মাতাল হব,
চুমোয় চুমোয় ছূঁয়ে যাব,
তোমার নায়ের তল,
দেখব তোমার প্রেম সায়রে,
কতই গভীর জল।
ও কুমারী, ও কিশোরী,
প্রেম যমুনার উতাল তরী,
ওই যমুনায় ডুবে মরি,
তুলে লও আমায়।
তোমার মাঝেই মিশবো আমি,
আমার মাঝে তুমি,
এক মোহনার হারিয়ে যাব,
শত পর্বত চুমি।
প্রেমো নাও ভিড়াব মোরা,
নোঙর তুলে ঘাটে,
এক মোহনায় হারাব দু'জন,
সূর্য নামলে পাটে।
বালিরচরে বাঁধবো বাসর,
খেলব মাখামাখি,
বিজন বনে গেয়ে যাবে,
সুখের পরশ পাখি।
চলবে মোদের প্রেমের ভেলা,
অনন্তকাল ধরে,
এক মোহনায় হারিয়ে যাব,
চির কালের তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ২৫/১০/২০১৫অজস্র অভিনন্দন প্রিয়কবি। ,
-
মোবারক হোসেন ২৫/১০/২০১৫খেলার ছলে বেলা যায় আর সেখানেই কালোর দেখা।
ধন্যবাদ কবিকে। -
সবুজ তারুণ্য ২৫/১০/২০১৫সেরম রোমান্টিকতা!!!
-
অ ২৪/১০/২০১৫দারুন ।
রোমান্টিক । -
মুরাদ হোসেন ২৪/১০/২০১৫হারিয়ে যেতে নেইকো মানা
প্রেম যে যখন জানা ।
কাব্যে তোমার সুবাশ ছড়ায়
যেন প্রতি পাতায় । -
সুহেল ইবনে ইসহাক ২৩/১০/২০১৫Nice, thanks
-
শমসের শেখ ২৩/১০/২০১৫অসম্ভব ভালো লিখেছেন গুরু
-
মুরাদ হোসেন ২২/১০/২০১৫সুন্দর ছন্দ