www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিঃস্বার্থ ভালবাসা

হিমালয়ের তলদেশে চেপে রেখে দিবো,
সকল উতপ্ত যন্ত্রণা, অনন্তকালের তরে,
কেউ জানবে না কোনদিন।
হিম শীতল পিচ্ছিল গহ্বরে,
চিরায়াত অবরুদ্ধতায়,
সাজিঁয়ে নিয়ে যন্ত্রণা সভ্যতা।
ভাবছি, তোমার শোকে আর কাঁদবো না,
যন্ত্রণার গায়েই মেখে দিবো,সকল কান্না।
হিমালয়ের বুক চিড়ে নির্ঝর ধারায়,
বয়ে যাবে তারা অহর্নিশি।
তোমার সুখে আর হাসবো না,
সকল হাসির সমাধি দিবো, উতপ্ত তপনে,
সে জ্বলবে আর হাসবে।
যাও প্রিয়ে,যতদূর ইচ্ছে উড়ে যাও,
দিগন্ত হতে নীল গগণে,
আমার অবরুদ্ধ পিঞ্জির, ধসে গেছে,
যাও, যত ইচ্ছে যাও।
যতদূর।
তোমার ললাটের প্রমো সিঁদুর,
তুলসীর জলে ধুয়ে দিয়েছি,
মুছে নিয়েছি ভাবনার অলক্ত।
ছলনার তপ্ত অশ্রু আর ঝরাতে এসো না,
যাও যতদূর,
ইচ্ছে ডানা মুক্ত তোমার।
হৃদপিন্ডটা পুঁতে দিলাম,
ভালবাসার সমাধিতে।
অনুভূতিহীন বৈরাগী তনু,উপহার দিলাম অরণ্যকে।
যেথা সুখ সেথা যাও,
কভু যদি মনেপড়ে মোরে,
চেয়ে দেখো, হিমালয়ের পানে,
যদি না পাও,
তবে দেখো, দূর অরণ্য উড়ন্ত মোর,
বৈরাগী প্রতিচ্ছবি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২২/১০/২০১৫
    খুব সুন্দর উপস্থাপনা।
  • শমসের শেখ ২১/১০/২০১৫
    সত্যি কবি অসাধারণ অনবদ্য এক লিখনি।
  • Md. Ashik Hossain Rone ২১/১০/২০১৫
    ভাল লাগলো খুব
  • রাশেদ খাঁন ২১/১০/২০১৫
    খুব ভালো লাগে আপনার কবিতা। এবং ঈর্ষা হয়,আপনার যতো যদি গুছিয়ে লিখতে পারতাম।
    • কেন কবি আপনার কবিতাগুলো বেশ রুচিসম্মত।
      আর আমি সত্যিই কোন কবি নই।
      মনে যা আসে দু' চার লাইন লিখি।
      আর্শীবাদ রইল প্রিয়কবি।
  • রাশেদ খাঁন ২১/১০/২০১৫
    দাড়ুন
 
Quantcast