তবুও তুমি এলে না
সেই কবে তুমি এসেছিলে,
এ মধু নগরে,
মধুপুরে।
মনের গগণটা নীল ছিল,
সবুজ মাঠের বুক চিঁড়ে
গজিয়েছিল কঁচি
যবের দানা।
মৌমাছির গুঞ্জনছিল
সরষে ফুলে,
আমের মুকুল উঁকি দিয়েছিল,
আম্রডালে।
অরুণ রঙে রাঙাছিল,
কঁচি আনারস।
বাতাবি ফুলের ঘ্রাণে উন্মাদ ছিল,
দখিনা সমীরণ।
বসন্তে মনমৌচাকে,
জমেছিল মধু,
তুমি এলে না।
বসন্তও পেরিয়ে গেল,
মধুমাস গ্রীষ্ম এলো,
তবুও তুমি এলে না ।
তুমি এলে বরষায়,
একরাশ দুর্বৃত্ত নোনাজল নিয়ে।
এ মধু নগরে,
মধুপুরে।
মনের গগণটা নীল ছিল,
সবুজ মাঠের বুক চিঁড়ে
গজিয়েছিল কঁচি
যবের দানা।
মৌমাছির গুঞ্জনছিল
সরষে ফুলে,
আমের মুকুল উঁকি দিয়েছিল,
আম্রডালে।
অরুণ রঙে রাঙাছিল,
কঁচি আনারস।
বাতাবি ফুলের ঘ্রাণে উন্মাদ ছিল,
দখিনা সমীরণ।
বসন্তে মনমৌচাকে,
জমেছিল মধু,
তুমি এলে না।
বসন্তও পেরিয়ে গেল,
মধুমাস গ্রীষ্ম এলো,
তবুও তুমি এলে না ।
তুমি এলে বরষায়,
একরাশ দুর্বৃত্ত নোনাজল নিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুরাদ হোসেন ২৩/১০/২০১৫খুব সুন্দর
-
দ্বীপ সরকার ২২/১০/২০১৫ঝাক্কাস।
-
রাশেদ খাঁন ২১/১০/২০১৫তবুও সে এলো
-
ঋজু কবি ২১/১০/২০১৫বেশ অপূর্ব লেখনী ।
-
এম এস সজীব ২১/১০/২০১৫GOOD
-
শরীফ আহমেদ ২০/১০/২০১৫তুমি এলে বরষায়
একরাশ দুর্বৃত্ত নোনাজল নিয়ে"
অসাধারণ! -
মাহাদী সাগর ২০/১০/২০১৫সুন্দর লিখেছেন।
-
শমসের শেখ ২০/১০/২০১৫কবি অনেক ভালো লিখেছেন। শুভ কামনা রইলো।
-
নির্ঝর ২০/১০/২০১৫ভালো লাগলো
-
Md. Ashik Hossain Rone ১৯/১০/২০১৫অসাধারণ