www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিহঙ্গ

সারাদিন ক্লান্তিহীন,অন্তহীন চলা,
ডানায় ভর করে, মুক্ত কথা বলা,
অজানা পন্থ পাড়ি দিয়ে
আহার আহরণিয়ে,
ক্লান্ত বিকেলে, মুক্ত মনে
করে ডাকাডাকি,
ওরা স্বাধীন পবনের, মুক্ত মনা,
দুরন্ত পাখি।
ওরা নহে নিঃসঙ্গ আমার মত,
বাঁশের ঝাড়ে বাসা আছে
সঙ্গী আছে, বাঁচা আছে,
খড় কুটোর
দালান আছে।
কেউ অনাড়ি, কেউ বা কারিগরী,
কেউ নিঃসঙ্গতায় কাঁদে, ভর দুপুরে,
কেউ ছুঁ মেরে মৎস ধরে,
তটনীর তীরে।
প্রভাতের শিশির মেখে, কেউ শিস দেয়,
কেউ বা মধুর সুরে ঘুম ভেঙ্গে দেয়,
ওরা অলস নয়,
ওরা ডানার পবনে
উড়ায় পরাজয়।
কেউ কারিগরী, কেউ বা বিলাসী অন্যের ঘর,
ওরা স্বার্থের ধরায় নিঃস্বার্থ,
বিষাদ বিদায়ী, নির্ভেজাল অঙ্গ,
ওরা বাংলার মুক্ত বিহঙ্গ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Ashik Hossain Rone ১৯/১০/২০১৫
    অনবদ্য লিখনী , ভালো লাগলো
  • অজস্র ভালবাসা রইল প্রিয়কবি।
  • রাশেদ খাঁন ১৯/১০/২০১৫
    সুন্দর, ভালো লাগলো
  • শমসের শেখ ১৮/১০/২০১৫
    অসাধারণ অনেক ভাবনিয় লেখা।
  • মোবারক হোসেন ১৮/১০/২০১৫
    ইশারা আর হাত ছানি দুটোয মনের পরিবর্তন আনে।
    মুক্ত মনের মুক্ত চিন্তা ।ভাল লাগলো পড়ে। কবিকে
    আন্তরিক শুভেচ্ছা।
  • এস এম সাব্বির ১৮/১০/২০১৫
    বহত সুন্দর
 
Quantcast