www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একরাশ গাঢ় অভিমান

একরাশ গাঢ় অভিমান, জমে আছে
প্রিয়ার কোমল ঠোঁটে,
চোখে
মুখে।
কাল বোশেখের গাঢ় মেঘপুঞ্জ,
অভিমানী জলকণা,
জমেছে চন্দ্রবদনে।
অমাবস্যার নিশা, শ্বেত বদনে,
নোঙর ছেঁড়া নায়ের
কদর্য তলা,
চুঁয়ে যায় উত্তাল সরিৎ প্রবাহ,
মুছে যায় জমাট
শ্যাওলা।
তবু্ও মুছে না, তলায় লেপ্টানো
কালিমা খানি,
জানি তুমি,
বড়ই অভিমানী।
কালমেঘের ফাঁকে উঁকি দেয় তবুও,
ভাবনার মিষ্টি শিখা,
বারিঝরে মুছে যাবে, মনের গগন।
স্মৃতির মোহনায় জমেছে
অভিমানের ফেনিল ফসিল।
গহীন অরণ্যে নিস্তব্ধ অমাবস্যা,
হারানোর শঙ্কাংশ,,
স্মৃতির অসহ্য বজ্রপাত
বৃষ্টির প্রতীক্ষায়।
ঝরুক বরষা, কাটুক ম্লান,
আমিও এসেছি,
ভাঙাতে অভিমান।
-----০-----
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসংখ্য ধন্যবাদ প্রিয়কবি।
  • তা তো জানিই কবি।কিন্তু সমস্যাটি হল, আমি তো চলিত ভাষাতেই লিখেছি, কোন ভাষাটি সাধু হয়েছে। তাই ধরিয়ে দিতে বলেছিলাম।
    আবার বিরক্তের জন্যে ক্ষমা প্রার্থী।
    • শিবরাম চক্রবর্তী , গুরুচন্ডালীর একটা ভালো উদাহরণ দিয়েছেন। " দুগ্ধফেননিভ শয্যায় ধপাস করিয়া বসিয়া পড়িল। মেঘপুঞ্জ , চন্দ্র বদন , সরিত প্রবাহ, শ্বেত বদন ইত্যাদি সাধু আর লেপ্টানো , চুয়ে যায় ইত্যাদি চলিত।
  • একটু ধরিয়ে দিলই বেশী খুশি হতাম।
    ধন্যবাদ প্রিয়কবি।
    • সাধু ও চলিত ভাষার মিশ্রণ কে বলে গুরুচন্ডালী।
      • তা তো জানিই কবি।কিন্তু সমস্যাটি হল, আমি তো
        চলিত ভাষাতেই লিখেছি, কোন ভাষাটি সাধু
        হয়েছে। তাই ধরিয়ে দিতে বলেছিলাম।
        আবার বিরক্তের জন্যে ক্ষমা প্রার্থী।
  • রসে যে মন সিক্ত হয়ে গেল। ভাল লাগল আপনার কবিতা।
  • শমসের শেখ ১৫/১০/২০১৫
    দারুন লিখেছেন তবে আমাভস্যায় অদ্ধকার আছে তাই বুঝি মাঝখানে একটু হোছট খাওয়ার মত লাগলো।
  • আবেগ ভালো। গুরুচন্ডালী টা দেখে নিন।
  • ফয়সাল শাহ ১৪/১০/২০১৫
    Nice
  • অভিষেক মিত্র ১৪/১০/২০১৫
    ভালো লাগলো দাদা।
 
Quantcast