একরাশ গাঢ় অভিমান
একরাশ গাঢ় অভিমান, জমে আছে
প্রিয়ার কোমল ঠোঁটে,
চোখে
মুখে।
কাল বোশেখের গাঢ় মেঘপুঞ্জ,
অভিমানী জলকণা,
জমেছে চন্দ্রবদনে।
অমাবস্যার নিশা, শ্বেত বদনে,
নোঙর ছেঁড়া নায়ের
কদর্য তলা,
চুঁয়ে যায় উত্তাল সরিৎ প্রবাহ,
মুছে যায় জমাট
শ্যাওলা।
তবু্ও মুছে না, তলায় লেপ্টানো
কালিমা খানি,
জানি তুমি,
বড়ই অভিমানী।
কালমেঘের ফাঁকে উঁকি দেয় তবুও,
ভাবনার মিষ্টি শিখা,
বারিঝরে মুছে যাবে, মনের গগন।
স্মৃতির মোহনায় জমেছে
অভিমানের ফেনিল ফসিল।
গহীন অরণ্যে নিস্তব্ধ অমাবস্যা,
হারানোর শঙ্কাংশ,,
স্মৃতির অসহ্য বজ্রপাত
বৃষ্টির প্রতীক্ষায়।
ঝরুক বরষা, কাটুক ম্লান,
আমিও এসেছি,
ভাঙাতে অভিমান।
-----০-----
প্রিয়ার কোমল ঠোঁটে,
চোখে
মুখে।
কাল বোশেখের গাঢ় মেঘপুঞ্জ,
অভিমানী জলকণা,
জমেছে চন্দ্রবদনে।
অমাবস্যার নিশা, শ্বেত বদনে,
নোঙর ছেঁড়া নায়ের
কদর্য তলা,
চুঁয়ে যায় উত্তাল সরিৎ প্রবাহ,
মুছে যায় জমাট
শ্যাওলা।
তবু্ও মুছে না, তলায় লেপ্টানো
কালিমা খানি,
জানি তুমি,
বড়ই অভিমানী।
কালমেঘের ফাঁকে উঁকি দেয় তবুও,
ভাবনার মিষ্টি শিখা,
বারিঝরে মুছে যাবে, মনের গগন।
স্মৃতির মোহনায় জমেছে
অভিমানের ফেনিল ফসিল।
গহীন অরণ্যে নিস্তব্ধ অমাবস্যা,
হারানোর শঙ্কাংশ,,
স্মৃতির অসহ্য বজ্রপাত
বৃষ্টির প্রতীক্ষায়।
ঝরুক বরষা, কাটুক ম্লান,
আমিও এসেছি,
ভাঙাতে অভিমান।
-----০-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ৩১/১০/২০১৫অসংখ্য ধন্যবাদ প্রিয়কবি।
-
রুহুল আমীন রৌদ্র. ২৭/১০/২০১৫তা তো জানিই কবি।কিন্তু সমস্যাটি হল, আমি তো চলিত ভাষাতেই লিখেছি, কোন ভাষাটি সাধু হয়েছে। তাই ধরিয়ে দিতে বলেছিলাম।
আবার বিরক্তের জন্যে ক্ষমা প্রার্থী। -
রুহুল আমীন রৌদ্র. ১৮/১০/২০১৫একটু ধরিয়ে দিলই বেশী খুশি হতাম।
ধন্যবাদ প্রিয়কবি। -
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ১৫/১০/২০১৫রসে যে মন সিক্ত হয়ে গেল। ভাল লাগল আপনার কবিতা।
-
শমসের শেখ ১৫/১০/২০১৫দারুন লিখেছেন তবে আমাভস্যায় অদ্ধকার আছে তাই বুঝি মাঝখানে একটু হোছট খাওয়ার মত লাগলো।
-
দেবব্রত সান্যাল ১৫/১০/২০১৫আবেগ ভালো। গুরুচন্ডালী টা দেখে নিন।
-
ফয়সাল শাহ ১৪/১০/২০১৫Nice
-
অভিষেক মিত্র ১৪/১০/২০১৫ভালো লাগলো দাদা।