সে মধুরাতে
সে রাতে রজনীর গন্ধাও এসেছিল
নিথর নিঃসঙ্গ বিছানায়,
এসেছিল রক্তজবা গোলাপ হলুদগাঁদাও।
বর্ণিল রূপে সেঁজেছিল
কাগজের ফুল,
পরিমল মুখরিত জীর্ণ বিছানায় ।
অর্ধশশী ঝুলেছিল কালবোশাখের
নিঝুম রাতে,
মেঘেরা ডানা মেলেছিল মৃদু পবনে।
পূর্ণিমার পূর্ণশশী
নেমেছিল ভাঙা ঘরে।
নিগূঢ় শৃঙ্খলে বদ্ধছিল মুক্ত দুটি বিহগ,
কুমারীর লজ্জা লুটেছিল
নির্মল পরিমল,
পূর্ণশশী ঢলেছিল, নিথর বুকে।
বকুলের সুবাসে,
প্রদীপ্ত দুটি নক্ষত্র গলে গলে এক।
মোহনায় মিশেছিল
দুস্তর তটনী,
কুমারীত্বের প্রথম শমন,
বিধ্বস্ত জীবনে নব উত্থানের প্রারম্ভিকা।
---------০---------
রচনাকালঃ০২/০৫/২০১৫ ইং
নিথর নিঃসঙ্গ বিছানায়,
এসেছিল রক্তজবা গোলাপ হলুদগাঁদাও।
বর্ণিল রূপে সেঁজেছিল
কাগজের ফুল,
পরিমল মুখরিত জীর্ণ বিছানায় ।
অর্ধশশী ঝুলেছিল কালবোশাখের
নিঝুম রাতে,
মেঘেরা ডানা মেলেছিল মৃদু পবনে।
পূর্ণিমার পূর্ণশশী
নেমেছিল ভাঙা ঘরে।
নিগূঢ় শৃঙ্খলে বদ্ধছিল মুক্ত দুটি বিহগ,
কুমারীর লজ্জা লুটেছিল
নির্মল পরিমল,
পূর্ণশশী ঢলেছিল, নিথর বুকে।
বকুলের সুবাসে,
প্রদীপ্ত দুটি নক্ষত্র গলে গলে এক।
মোহনায় মিশেছিল
দুস্তর তটনী,
কুমারীত্বের প্রথম শমন,
বিধ্বস্ত জীবনে নব উত্থানের প্রারম্ভিকা।
---------০---------
রচনাকালঃ০২/০৫/২০১৫ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ১৪/১০/২০১৫
-
রুহুল আমীন রৌদ্র. ১৪/১০/২০১৫এটা মূলত, একটি বাসর রাতের চিত্রপট।
-
নির্ঝর ১৪/১০/২০১৫সুপার
-
বিকাশ দাস ১৪/১০/২০১৫ফুলের ছড়াছড়ি ভালো লাগলো। ছড়াছড়ি ছাড়াছাড়ি ভালবাসার রূপ।
-
শমসের শেখ ১৪/১০/২০১৫সত্যি তুলনাহীন বর্ণনা, মুগ্ধ হলাম কবি।
-
মোঃ সোহেল মাহমুদ ১৪/১০/২০১৫দারুণ শব্দ ঝংকার, ভালো লাগলো পড়ে..
-
ঋজু কবি ১৪/১০/২০১৫অপূর্ব লেখনী । অন্যন্য এক স্বাদ পেলাম কবিতার মাঝে ।
দারুন মন্তব্যে মুুগ্ধ হলাম প্রিয়কবি।