বিধ্বস্ত কিছু মৃত স্মৃতি
কোন এক অপরাহ্নে,
গোধূলীর যবনিকা লগ্নে,ধূসর বিস্তীর্ণ
দিগন্তে,
মৃদু হিমেল পবনে,
ওড়নায় গা এলিয়ে, বসেছিলাম দু' জন।
ঘন শর্বরীর আবছা তিমির,
বিক্ষুব্ধ জনতার ন্যায়,
তিলে তিলে ম্লান,দিবসের অন্তিম লালিমা।
সময়ের অশ্ব প্রচন্ড ক্ষিপ্রতায়,
ছুটেছিল হর্ষে,
ঘোর শর্বরীর পানে।
কাদম্বিনীর কৃষ্ণকেশ আঁকড়ে ধরেছিল,
শরতের নীল গগনটা।
যেন মেঘলা গগণটা, বৃত্তাকার ছত্র এক ।
দূর নীলিমায় বৈদ্যুতিক
রঙিন সভতা,
যেন সহস্র আলোকবর্ষ।
ক্ষীণ প্রভায় নিস্তব্ধ চারিপাশ,সেথায় নেই'ক,
সভ্যতার দূষিত কার্বন,
লাউট স্পিকার।
চরম নির্জনতায় ভয়ার্ত ছিল, কুমারী কোমল
দুটি ঠোঁট।
মুক্ত পবনে উড়েছিল, বন্ধনহীন দুরন্ত,
কুমারী কেশ।
মোহের আকর্ষণে,মত্ত ছিল অধরে অধর
বুভূক্ষু সিংহের ন্যায়, লভে নিতে,
যবনিকা সুখটুকু।
অসীম আবেগে মগ্ন ছিল, নির্জন গোধূলীর,
ধূসর বিবর্ণ, বালিয়াড়ি
প্রান্তর।
আজও সেই প্রান্তরেই, নির্জন নিস্তব্ধ এক
বিবর্ণ গোধূলী,
চরম নিঃসঙ্গতায়, একাকিত্বের বিষাদ বেদন,
তুমি আজ পাশে নেই বলে।
খোঁচা শাশ্রুতে লেপ্টে আছে দুষর প্রন্তরের,
বিক্ষুব্ধ বালির বৃতি,
আর সঙ্গী হয়েছে, তোমার দেয়া,
বিধ্বস্ত কিছু মৃত স্মৃতি।
-------০---------
গোধূলীর যবনিকা লগ্নে,ধূসর বিস্তীর্ণ
দিগন্তে,
মৃদু হিমেল পবনে,
ওড়নায় গা এলিয়ে, বসেছিলাম দু' জন।
ঘন শর্বরীর আবছা তিমির,
বিক্ষুব্ধ জনতার ন্যায়,
তিলে তিলে ম্লান,দিবসের অন্তিম লালিমা।
সময়ের অশ্ব প্রচন্ড ক্ষিপ্রতায়,
ছুটেছিল হর্ষে,
ঘোর শর্বরীর পানে।
কাদম্বিনীর কৃষ্ণকেশ আঁকড়ে ধরেছিল,
শরতের নীল গগনটা।
যেন মেঘলা গগণটা, বৃত্তাকার ছত্র এক ।
দূর নীলিমায় বৈদ্যুতিক
রঙিন সভতা,
যেন সহস্র আলোকবর্ষ।
ক্ষীণ প্রভায় নিস্তব্ধ চারিপাশ,সেথায় নেই'ক,
সভ্যতার দূষিত কার্বন,
লাউট স্পিকার।
চরম নির্জনতায় ভয়ার্ত ছিল, কুমারী কোমল
দুটি ঠোঁট।
মুক্ত পবনে উড়েছিল, বন্ধনহীন দুরন্ত,
কুমারী কেশ।
মোহের আকর্ষণে,মত্ত ছিল অধরে অধর
বুভূক্ষু সিংহের ন্যায়, লভে নিতে,
যবনিকা সুখটুকু।
অসীম আবেগে মগ্ন ছিল, নির্জন গোধূলীর,
ধূসর বিবর্ণ, বালিয়াড়ি
প্রান্তর।
আজও সেই প্রান্তরেই, নির্জন নিস্তব্ধ এক
বিবর্ণ গোধূলী,
চরম নিঃসঙ্গতায়, একাকিত্বের বিষাদ বেদন,
তুমি আজ পাশে নেই বলে।
খোঁচা শাশ্রুতে লেপ্টে আছে দুষর প্রন্তরের,
বিক্ষুব্ধ বালির বৃতি,
আর সঙ্গী হয়েছে, তোমার দেয়া,
বিধ্বস্ত কিছু মৃত স্মৃতি।
-------০---------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৯/১০/২০১৫ভালো লাগল
-
রইস উদ্দিন খান আকাশ ০২/১০/২০১৫খুবই ভাল
-
রুহুল আমীন রৌদ্র. ০১/১০/২০১৫ধন্যবাদ কবিবন্ধু।'
-
জহরলাল মজুমদার ৩০/০৯/২০১৫ভাল ও ভাল
-
রাশেদ খাঁন ৩০/০৯/২০১৫nice
-
নির্ঝর ৩০/০৯/২০১৫সুন্দর......
-
দেবব্রত সান্যাল ৩০/০৯/২০১৫কবিতা পড়তে গেলে বানান ভুল দেখলে, কবিতা পড়ার ইচ্ছে কমে যায়। অর্থ বিকৃত হয়। যবনিকা , অশ্ব , আঁকড়ে , ঘনঘটা , লাউড স্পিকার , ইত্যাদি , শুদ্ধ করে নিন।
-
শাহাদাত হোসেন রাতুল ৩০/০৯/২০১৫VaLo laglo
-
অভিষেক মিত্র ৩০/০৯/২০১৫bhalo laglo dada.
-
নাবিক ৩০/০৯/২০১৫কবিতায় ভালোলাগা++++++