মহাকালের ঘোরে
আঁধার হতেই গমন মোর, আঁধারেই প্রত্যাবর্তন,
ধরার পরে,ক্ষণিক তরে,
কাঁটিয়ে গেলাম ক্ষণ।
মহাকাল হতে উত্থান মোর,মহাকালেই পতন,
ক্ষণিক তরে, কতজনই
হলো কত আপন।
যে জলে এসেছি ভেসে,সে জলেই যাবো
ভাসি,
এ দ্বীপে ক্ষণিক বিশ্রামে,
কত কান্না কত হাসি।
মহাস্রোতের নীরদ হতে ধরে, যাঁহারা আনিলো
মোরে,
এ প্রদীপ্ত অবনী পুরে,
তাঁহাদের ভুলি কেমন করে ?
মায়ার লতায় জড়িয়েছে মোরে, এ দ্বীপের
তীরে।
তবুও শমন, করিবে দমন,
মহাকালের ঘোরে।
তবুও হায় ! কিঞ্চিত কর্ম রেখে যেতে চাই,
এ অবনীপুরে,
হয়ত ধরে রাখিও তাহা
যতনো করে,
নয়ত জলাঞ্জলী দিও,
মহাকালের ঘোরে।
-----------------০---------------
ধরার পরে,ক্ষণিক তরে,
কাঁটিয়ে গেলাম ক্ষণ।
মহাকাল হতে উত্থান মোর,মহাকালেই পতন,
ক্ষণিক তরে, কতজনই
হলো কত আপন।
যে জলে এসেছি ভেসে,সে জলেই যাবো
ভাসি,
এ দ্বীপে ক্ষণিক বিশ্রামে,
কত কান্না কত হাসি।
মহাস্রোতের নীরদ হতে ধরে, যাঁহারা আনিলো
মোরে,
এ প্রদীপ্ত অবনী পুরে,
তাঁহাদের ভুলি কেমন করে ?
মায়ার লতায় জড়িয়েছে মোরে, এ দ্বীপের
তীরে।
তবুও শমন, করিবে দমন,
মহাকালের ঘোরে।
তবুও হায় ! কিঞ্চিত কর্ম রেখে যেতে চাই,
এ অবনীপুরে,
হয়ত ধরে রাখিও তাহা
যতনো করে,
নয়ত জলাঞ্জলী দিও,
মহাকালের ঘোরে।
-----------------০---------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৫/১০/২০১৫মহাকাল
-
নূরুজ্জামান নাঈম ২৭/০৯/২০১৫ভাল, তবে-
'এ অবনীপুরে,
হয়তো ধরে রাখিবে তাহা
যতন করে,
নয়তো জলাঞ্জলী দিও,
মহাকালের ঘোরে।'
-হওয়া বাক্যটির ব্যাকরণগত অধিকার। -
কষ্টের ফেরিওলা ২৭/০৯/২০১৫দারুন কবিতা,
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ২৬/০৯/২০১৫বেশ ভালো। শুভেচ্ছা
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৯/২০১৫বেস সুন্দর তো
-
রাশেদ খাঁন ২৬/০৯/২০১৫""তবুও হায় ! কিঞ্চিত কর্ম রেখে যেতে চাই,
এ অবনীপুরে"" দারুন লিখেছেন -
সমরেশ সুবোধ পড়্যা ২৬/০৯/২০১৫দারুন !
-
কিশোর কারুণিক ২৬/০৯/২০১৫পড়ে ভাল লাগল