হয়ত সেদিন খুঁজবে
তোমার শিরীন বচন, আজও কর্ণে মধু
প্রস্রবণ বহিয়ে চলে,
নয়নে বহায় সুখের আঁসু।
খরস্রোতা রুমাঞ্চ স্মৃতি, মুছে দেয়
সিক্ত কপোল।
আনমনা মনে, আজও দোলা দিয়ে যায়,
পশ্চাৎ হতে সন্তুপর্নে,
লোচন চাপা হস্ত পরশ।
দেয়ালে কর্ণ পেতে, আজও শ্রবি নূপুর
নিক্কন।
আজও তটনীর তটে, বসে বসে ভিজি
তোমার জলকেলিতে।
পাড় ধসে আজও পড়ি, তোমার
স্নানের কালে।
এখন স্বপ্নগুলো পুঁড়ে
কালের রোদ্দুরে,
তোমার পাল্টে ফেলা খোলসটা বক্ষে ধরে
বেঁচে আছি আজও।
স্মৃতির চূঁড়াবালিতে খাবি খাই,
জীর্ণতার ক্ষয় রোগে, অবসন্ন অবসাদ।
আঁখের মতো মাড়িয়ে আমায়
পিয়ে নিয়েছো সুখটুকু।
অসাড় অবশিষ্টাংশ, ঠেলে দিয়েছো
জলন্ত বিরহী উনুনে,
জীবন নায়ে এখন, ঊনপঞ্চাশ বায়ূ বহে।
হয়ত সেদিন খুঁজবে,
যেদিন এ জীর্ণ তনু, লোকান্তরে
মিশবে।
-------০---------
প্রস্রবণ বহিয়ে চলে,
নয়নে বহায় সুখের আঁসু।
খরস্রোতা রুমাঞ্চ স্মৃতি, মুছে দেয়
সিক্ত কপোল।
আনমনা মনে, আজও দোলা দিয়ে যায়,
পশ্চাৎ হতে সন্তুপর্নে,
লোচন চাপা হস্ত পরশ।
দেয়ালে কর্ণ পেতে, আজও শ্রবি নূপুর
নিক্কন।
আজও তটনীর তটে, বসে বসে ভিজি
তোমার জলকেলিতে।
পাড় ধসে আজও পড়ি, তোমার
স্নানের কালে।
এখন স্বপ্নগুলো পুঁড়ে
কালের রোদ্দুরে,
তোমার পাল্টে ফেলা খোলসটা বক্ষে ধরে
বেঁচে আছি আজও।
স্মৃতির চূঁড়াবালিতে খাবি খাই,
জীর্ণতার ক্ষয় রোগে, অবসন্ন অবসাদ।
আঁখের মতো মাড়িয়ে আমায়
পিয়ে নিয়েছো সুখটুকু।
অসাড় অবশিষ্টাংশ, ঠেলে দিয়েছো
জলন্ত বিরহী উনুনে,
জীবন নায়ে এখন, ঊনপঞ্চাশ বায়ূ বহে।
হয়ত সেদিন খুঁজবে,
যেদিন এ জীর্ণ তনু, লোকান্তরে
মিশবে।
-------০---------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ২৪/০৯/২০১৫সুন্দর
-
নাবিক ২৪/০৯/২০১৫ভালো লাগিলো
-
সমরেশ সুবোধ পড়্যা ২৩/০৯/২০১৫বেশ সুন্দর !