নিঠুর অপবাদে
যাকে ছুঁড়ে ফেলেছো নর্দমায়,
তাকে তুলে এনে আর,
বাঁধতে এসো না খোঁপায়।
সে যে এখন নির্বাক নিরুপায়,
উসন্ন পাঁপড়ি সেথায়, বিষ বায়ূবয়।
সে তো আপনে খসে যায়নি,
তোমার কুন্তলে জড়িয়ে ছড়াতো,
পরিমল পবনি।
তুমিই ছুঁড়েছো তা, আপন অহংবোধে,
ভেঙেছো পাঁপড়ি নিঠুরে অপবাদে।
------------০-----------
তাকে তুলে এনে আর,
বাঁধতে এসো না খোঁপায়।
সে যে এখন নির্বাক নিরুপায়,
উসন্ন পাঁপড়ি সেথায়, বিষ বায়ূবয়।
সে তো আপনে খসে যায়নি,
তোমার কুন্তলে জড়িয়ে ছড়াতো,
পরিমল পবনি।
তুমিই ছুঁড়েছো তা, আপন অহংবোধে,
ভেঙেছো পাঁপড়ি নিঠুরে অপবাদে।
------------০-----------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ২৬/০৯/২০১৫ভালো লাগল
-
রুহুল আমীন রৌদ্র. ২৫/০৯/২০১৫ধন্যবাদ
-
রুহুল আমীন রৌদ্র. ২৫/০৯/২০১৫ধন্যবাদ কবিবন্ধু।
-
ফয়সাল আবিদ ২৫/০৯/২০১৫সুপাঠ্য,,,,,,,!!!!
-
এইচ আই হাবীব ২৪/০৯/২০১৫আপন অহংবোধে ........
-
সমরেশ সুবোধ পড়্যা ২৪/০৯/২০১৫ভাল ভাব্না ।
-
নাবিক ২৪/০৯/২০১৫হুম
-
নূরুজ্জামান নাঈম ২২/০৯/২০১৫কবিতা!...... তার কত মায়া জাল।
-
রাশেদ খাঁন ২২/০৯/২০১৫সে যে এখন নির্বাক নিরুপায়