www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবে জ্বলবে ন্যায়ের প্রদীপ

কোথায় জ্বালাবো, ন্যায়ের একটু প্রদীপ,
অন্যায়ের ঝঞ্ঝা বহে
দিক- বিদিক,
মানবের দেহে, প্রবাহিত কালো রক্ত ।
মস্তিষ্কে শোষণ ব্যভিচারের বিষাক্ত শ্যাওলা,
প্রতিহিংসার শিলাবৃষ্টি,
চারিদিক,
নিঃশ্বাসে দুর্নীতি ।
স্বার্থের শিকলে বাঁধা সত্য বচন,
রুই কাতলা শুষে খায়,
সমাজ নামের,
পুষ্করিণী।
রাজনীতির সায়রে সব জলই কালো ,
ঘুষের টাকায় পেট মোটা
বড় সাহেব।
পাতিরা রাতারাতি আঙুল ফোঁলে কলাগাছ,
সেলফের তলে চাপা
ন্যায় বিচার,
দুর্নীতির পা চাঁটে প্রশাসন ।
শীল পাটায় পিষ্ট
জনগণ।
কোথায় জ্বালাবো, ন্যায়ের একটু প্রদীপ ?
বিবেকের পোঁড়ামাটিতে,
অঙ্কুরিত হয় না
ন্যায়।
স্বার্থের মোহে, দুর্নীতির ঠেলা টানে
রাজনীতি।
পরোক্ষ চলে ক্ষমতার লুটতরাজ,
প্রতিনিয়তই পিষে যায়,
ন্যায়বাদ ভ্রূণ ।
সুশীল সমাজের মুখে, কাঁঠালের আঁঠা,
যেই লঙ্কায়, সেই রাবন,
পেটেরদায়ে দগ্ধ
জনগণ।
জনতারপোষাক কবে পড়বে, উলঙ্গ রাজা,
কবে জ্বলবে দিক-বিদিক,
ন্যায়ের দীপ্ত প্রদীপ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্ঝর ১৪/০৯/২০১৫
    ধন্যবাদ বন্ধু, আপনি যথার্থই লিখেছেন।
    • অদ্রিসম অন্যায় ন্যায়কে খিলে খেতে বসেছে, তাই আবেগ ছিঁগে বেড়িয়ে যায় ভাষাগুলো।
      ধন্যবাদ কবিবন্ধু।
  • কিশোর কারুণিক ১২/০৯/২০১৫
    ভাল
 
Quantcast