www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোরা দুরন্ত তরুণ

মোরা দুরন্ত তরুণ,
মোরা বাঁধার সিন্ধে,
আধাঁর হানি,
নিখিল প্রভা অরুণ।
মোরা চির উদ্যাম,
চির দুর্দম,
চির ন্যায়ের তরে,
অবিনাশী তোরণ।
মোরা অকাতরে দিই প্রাণ,
ন্যায়ের তরে,
কন্ঠে ভরে,
গাহি বিদ্রোহী গান।
মোরা চির দুর্বার,
চির অমর,
চির অম্লান।
মোরা ফুঁসে ওঠা তুষাগ্নি,
মোরা নির্ভীক চিত্তে দলে যাই,
দুঃশাসনের অদ্রী-কানন-গিরি।
মোরা চির অমর,
চির অক্ষয়,
চির মহান,
চির মহীয়ান।
মোরা শোষকের তরে,
বজ্র কঠোর,
শোষিতের তরে সকরুণ,
মোরা দুরন্ত তরুণ।
মোরা যমরাজের এলোচুল,
মোরা দুরাচারের দুর্দশা ঘটাই,
করি অত্যাচার নির্মূল।
মোরা চির দুর্বিনীত,
চির উচ্ছ্বল,
চির শানিত।
মোরা ধর্ষিতা বোনের,
বিক্ষুব্ধ প্রতিবাদ,
মোরা দুমড়ে মুচকে দলে যাই,
সকল ঘাত প্রতিঘাত।
মোরা ন্যায়ের তরে রক্ত ঝরাই,
বুলেট খেয়েও নেচে বেড়াই,
খেলে যাই অগ্নি অগ্নি খেলা,
লাথি মেরে ভাঙ্গি,
দুঃশাসনের তালা।
মোরা চির নির্ভীক,
চির বীর সৈনিক,
চির দুর্ধর্ষ,
চির নৃশংস,
দুঃশাসনের তরে।
মোরা নির্বিঘ্নে বাজিয়ে যাই,
চির বিজয়ের,
চির শান্তির,
চির সমৃদ্ধির,দুূর্লভ ঢঙ্কা।
মোরা বিশ্ব মুক্তির তরে,
চির রক্তিম অরুণ,
মোরা দুরন্ত তরুণ।
"""''''''''''""যবণিকা """"""""
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার । আমার পাতায় আমন্ত্রণ রইলো ।
 
Quantcast