রুহুল আমীন রৌদ্র.
রুহুল আমীন রৌদ্র.-এর ব্লগ
-
একরাশ গাঢ় অভিমান, জমে আছে
প্রিয়ার কোমল ঠোঁটে,
চোখে
মুখে। [বিস্তারিত] -
সে রাতে রজনীর গন্ধাও এসেছিল
নিথর নিঃসঙ্গ বিছানায়,
এসেছিল রক্তজবা গোলাপ হলুদগাঁদাও।
বর্ণিল রূপে সেঁজেছিল [বিস্তারিত] -
এভাবেই হয়ত মিশে যায়,ভিত্তিহীন ভগ্নপাড়,
উত্তাল তটনীর ব্যকুল
বুকে,
যেভাবে তুমি মিশে গেছো। [বিস্তারিত] -
কোন এক অপরাহ্নে,
গোধূলীর যবনিকা লগ্নে,ধূসর বিস্তীর্ণ
দিগন্তে,
মৃদু হিমেল পবনে, [বিস্তারিত] -
লামিয়া,
তোমার তরে,অভিমানে অভিমানে,
বকুল বেদী ভেঙে গেছে,চৌচির হয়ে ধসে,
গেছে সিমেন্ট, [বিস্তারিত] -
আঁধার হতেই গমন মোর, আঁধারেই প্রত্যাবর্তন,
ধরার পরে,ক্ষণিক তরে,
কাঁটিয়ে গেলাম ক্ষণ।
মহাকাল হতে উত্থান মোর,মহাকালেই পতন, [বিস্তারিত] -
তোমার শিরীন বচন, আজও কর্ণে মধু
প্রস্রবণ বহিয়ে চলে,
নয়নে বহায় সুখের আঁসু।
খরস্রোতা রুমাঞ্চ স্মৃতি, মুছে দেয় [বিস্তারিত] -
যাকে ছুঁড়ে ফেলেছো নর্দমায়,
তাকে তুলে এনে আর,
বাঁধতে এসো না খোঁপায়।
সে যে এখন নির্বাক নিরুপায়, [বিস্তারিত] -
লামিয়া;
ভেবেছিলাম আর কোনদিন হয়ত,
তোমার নক্ষত্রের জ্যূতি আর পড়বে না ,
এ উষর প্রান্তে। [বিস্তারিত] -
নিষুপ্ত নিশীথে নিশাচরের বিচরন,
তন্দ্রার মোহে আছন্ন সভ্যতা,
এ্যাভিনিউয়ের ল্যাম্পপোস্টের ন্যায়,
অনবরত জ্বলন্ত ফিলামেন্ট, [বিস্তারিত] -
অজপাড়া গাঁয়ের কাঁদামাটির ছেলে আমি,
তোমাদের সভ্য সমাজে,
আমি এক জীবন্ত কীট !
আমার গায়ে আজও লেপ্টে আছে, [বিস্তারিত] -
কোথায় জ্বালাবো, ন্যায়ের একটু প্রদীপ,
অন্যায়ের ঝঞ্ঝা বহে
দিক- বিদিক,
মানবের দেহে, প্রবাহিত কালো রক্ত । [বিস্তারিত] -
আমি খুঁজি জীবনানন্দের, বাংলার
সেই মুখটি,
যাহা হেরি বাঞ্ছা জাগে না, ধরিত্রীর
মুখ হেরিবার। [বিস্তারিত] -
ওগো,প্রাণের প্রিয় জন্মভূমি বাংলা মা,
তোরে এত ভালবাসি তবুও,
কেন স্বাদ মেটেনা?
এত হাসি,এত কাঁদি, তোর বক্ষেতে নিরবধি, [বিস্তারিত] -
সভ্যতার মাস্তুলে চেপে বসেছে দুর্নীতি,
মানুষের সুবিবেক বন্দি,
প্রহসনের কাঁটাবনে,
স্বার্থের নেশায় মাতাল সবে, [বিস্তারিত]