স্মৃতিচারণা
মহুয়া
চলেগেছি বহু দূরে
বহু সুখ বহু স্মৃতি নিয়ে
চলতে চলতে অচেনা শহরে
দেখেছি তোমায় বসন্তের সূর্যাস্তে।
চলেগেছি অবকাশে
আবছা স্মৃতিরেখা ধরে,
গলিপথের সোনালী আদরে
অভিমানগুলো আজও হাসে।
চলেগেছি দিগন্তপারে
হাতেগোনা বৃষ্টিনিয়ে।
কালবৈশাখীর ঝড়ো হাওয়ায়
ফিরিয়ে আনলো তোমায় আবার।
ফিরে এসেছি তোমায় পেতে
একমুঠো স্বপ্ন নিয়ে,
হয় তো এখনও নেশায় আমি
সবই তোমার ফুলের গন্ধে।
চলেগেছি বহু দূরে
বহু সুখ বহু স্মৃতি নিয়ে
চলতে চলতে অচেনা শহরে
দেখেছি তোমায় বসন্তের সূর্যাস্তে।
চলেগেছি অবকাশে
আবছা স্মৃতিরেখা ধরে,
গলিপথের সোনালী আদরে
অভিমানগুলো আজও হাসে।
চলেগেছি দিগন্তপারে
হাতেগোনা বৃষ্টিনিয়ে।
কালবৈশাখীর ঝড়ো হাওয়ায়
ফিরিয়ে আনলো তোমায় আবার।
ফিরে এসেছি তোমায় পেতে
একমুঠো স্বপ্ন নিয়ে,
হয় তো এখনও নেশায় আমি
সবই তোমার ফুলের গন্ধে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৯/১১/২০১৯ভাল লাগল।
-
আব্দুল হক ২৫/০৯/২০১৯সুন্দর