বরুনার বুকে আঁতরের গন্ধ
বুকের পাঁজর খুলে দিলাম
যদি চাও, ভেতরে ঢুকে দেখ
সুনিল গঙ্গোপাধ্যায় এখনো বসে আছে সেখানে
১০৮ টি নীল পঁদ্ম হাতে নিয়ে।
তুমি বরূনার মত যেকোন নারী হয়ে
হেটে চলে যাও শুধুই মানুষের ভীঁড়ে
জীবনানন্দের অদভূত আঁধারের দেশে
তোমাকে খুজে পায় তাঁরা
যাদের সুপরামর্শ ছাড়া আজ পৃথিবী অচল-
ডানার রোদ্রের গন্ধ মুছে ফেেল
ফিরতি পথ ধরে যখন দ্রূতপায়ে হেটে যাবে
সেখানে দেখবে কে যেন এক বিদ্রোহী
মরে পড়ে আছে তোমার পথের ধূলিতে-
ঠাকুরের গীতান্জলী পাঠ করে
গোমতীর জলে ভাসিয়ে দিয়ো তাকে
চির বিরহীর মরা দেহ ভেসে ভেসে
চলে যাবে সাতপ্রহরের বিলে
যেখানে সাপ আর ভ্রমঢ় অনন্তকাল ধরে খেলা করে।
পাতার কুঁটিরে বসে শুধু তাঁর পখ চেয়ে থেকো
দেখবে কোন এক ঝড়ের রাতে খুলে যাবে বেণী
অগ্নিবীণায় ঝংকার তোলা আগুনের ফুল নয়
বাঁশরীর বাশফুল হয়ে মহাবীর জড়াবে তোমার চুলে-
বরূনার বুকে তখন শুধুই আঁতরের গন্ধ।
যদি চাও, ভেতরে ঢুকে দেখ
সুনিল গঙ্গোপাধ্যায় এখনো বসে আছে সেখানে
১০৮ টি নীল পঁদ্ম হাতে নিয়ে।
তুমি বরূনার মত যেকোন নারী হয়ে
হেটে চলে যাও শুধুই মানুষের ভীঁড়ে
জীবনানন্দের অদভূত আঁধারের দেশে
তোমাকে খুজে পায় তাঁরা
যাদের সুপরামর্শ ছাড়া আজ পৃথিবী অচল-
ডানার রোদ্রের গন্ধ মুছে ফেেল
ফিরতি পথ ধরে যখন দ্রূতপায়ে হেটে যাবে
সেখানে দেখবে কে যেন এক বিদ্রোহী
মরে পড়ে আছে তোমার পথের ধূলিতে-
ঠাকুরের গীতান্জলী পাঠ করে
গোমতীর জলে ভাসিয়ে দিয়ো তাকে
চির বিরহীর মরা দেহ ভেসে ভেসে
চলে যাবে সাতপ্রহরের বিলে
যেখানে সাপ আর ভ্রমঢ় অনন্তকাল ধরে খেলা করে।
পাতার কুঁটিরে বসে শুধু তাঁর পখ চেয়ে থেকো
দেখবে কোন এক ঝড়ের রাতে খুলে যাবে বেণী
অগ্নিবীণায় ঝংকার তোলা আগুনের ফুল নয়
বাঁশরীর বাশফুল হয়ে মহাবীর জড়াবে তোমার চুলে-
বরূনার বুকে তখন শুধুই আঁতরের গন্ধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৬/০৩/২০১৫মুগ্ধ
-
সুজন ০৪/০৩/২০১৫অসাধারণ আপনার কবিতা খানি অনেক ভালো লাগলো শুভেচ্ছা রহিল ।
-
অ ০৪/০৩/২০১৫চমৎকার হয়েছে কবি ।
অভিনন্দন । -
নাজমুল আহসান ০৪/০৩/২০১৫উপলব্দির গভিরতায় মুগ্ধ হলাম । কবিকে নেক ধন্যবাদ ।