নির্বাক বিদ্রোহ
অদ্ভুত সভ্যতার এই শহরে
বিড়ালের বাঁচ্চারাও মাঝে মাঝে
বাঁঘের মত হুংকার দিয়ে ওঠে,
মহারথী মহাজন বিজ্ঞ বোদ্ধা
অথবা বুদ্ধির ফেরিওয়ালা এখানে
চামচিকার মত উড়ে বেড়ায়
অচেনা রাস্তার মোড়ে।
আমার বিপ্লবী চেতনাগুলো তাই
নির্বাক বিদ্রোহ করে যায়
তোমাদের বিক্ষত হৃদয়ের
কোন এক নির্জন কোণে।
বিড়ালের বাঁচ্চারাও মাঝে মাঝে
বাঁঘের মত হুংকার দিয়ে ওঠে,
মহারথী মহাজন বিজ্ঞ বোদ্ধা
অথবা বুদ্ধির ফেরিওয়ালা এখানে
চামচিকার মত উড়ে বেড়ায়
অচেনা রাস্তার মোড়ে।
আমার বিপ্লবী চেতনাগুলো তাই
নির্বাক বিদ্রোহ করে যায়
তোমাদের বিক্ষত হৃদয়ের
কোন এক নির্জন কোণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ০৪/০৩/২০১৫ভালো লাগলো
-
মো ফয়সাল রহমান ০৩/০৩/২০১৫Valo
-
অ ০৩/০৩/২০১৫দারুন লিখেছেন কবি ।
শুভেচ্ছা রইল । -
স্বপন রোজারিও(১) ০৩/০৩/২০১৫অদ্ভুত এ শহরে কি যে হয় তা বলা যায় না।