পাইলট
একদা এক ছোট্ট বালিকা
প্রশ্ন করিলো বালককে,
,
বড় হইয়া কি হইতে চাও,
নিষ্ঠুর এই ভূলোকে?
,
বালক কহিল বিবাহ করিবো,
আসমানের ঐ পরীকে,
,
আমারে সে লইয়া যাইবে,
রহস্যে ঢাকা দ্যুলোকে।
,
বালিকা কহিল,
আকাশের পরী পাইবা তুমি কিসে?
সে তো আকাশেতে উড়িয়া বেড়াই
বাতাসের সাথে মিশে।
,
বড় হইয়া পাইলট হবো,
যাইবো বাতাসের সাথে,
,
পরীকে তখন নিয়া আসিবো,
পৃথিবীর মেঠো পথে।
বালক কহিল তুমি বালিকা,
কি হইবার চাও?
বালিকা তখন মুচকি হাসিয়া,
দোলাইলো ঠোটের নাও।
,
বড় হইয়া হইতে চাই,
এমন এক পরী,
প্রতীক্ষায় থাকিবো কবে আসিবে,
আমার পাইলটের তরী।
প্রশ্ন করিলো বালককে,
,
বড় হইয়া কি হইতে চাও,
নিষ্ঠুর এই ভূলোকে?
,
বালক কহিল বিবাহ করিবো,
আসমানের ঐ পরীকে,
,
আমারে সে লইয়া যাইবে,
রহস্যে ঢাকা দ্যুলোকে।
,
বালিকা কহিল,
আকাশের পরী পাইবা তুমি কিসে?
সে তো আকাশেতে উড়িয়া বেড়াই
বাতাসের সাথে মিশে।
,
বড় হইয়া পাইলট হবো,
যাইবো বাতাসের সাথে,
,
পরীকে তখন নিয়া আসিবো,
পৃথিবীর মেঠো পথে।
বালক কহিল তুমি বালিকা,
কি হইবার চাও?
বালিকা তখন মুচকি হাসিয়া,
দোলাইলো ঠোটের নাও।
,
বড় হইয়া হইতে চাই,
এমন এক পরী,
প্রতীক্ষায় থাকিবো কবে আসিবে,
আমার পাইলটের তরী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৮/২০১৮দারুন
-
নির্ঘুম মিশ্র ০১/০৮/২০১৮মনোমুগ্ধকর।
-
মধু মঙ্গল সিনহা ০১/০৮/২০১৮ভালো অনুভুতি। অনেক শুভেচ্ছা।
-
শামিম ইশতিয়াক ০১/০৮/২০১৮অসাধারন
-
সাঁঝের তারা ০১/০৮/২০১৮খুব সুন্দর