বর্ষার ছড়া
বর্ষা
***** রাহাত হোসেন
ডাকছে আকাশ
ছুটছে বাতাস
খুঁজছে পাখি নীড়।।
উড়ছে সাগর
করছে সমর
ছুড়ছে আলোর তীর।।
ডঙ্কা বাজে
সন্ধ্যা সাঝে
ক্ষুব্ধ জলধীর।।
***** রাহাত হোসেন
ডাকছে আকাশ
ছুটছে বাতাস
খুঁজছে পাখি নীড়।।
উড়ছে সাগর
করছে সমর
ছুড়ছে আলোর তীর।।
ডঙ্কা বাজে
সন্ধ্যা সাঝে
ক্ষুব্ধ জলধীর।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ২৫/০৭/২০১৪দারুন ছড়া তো বেশ লাগলো ।
-
কবি মোঃ ইকবাল ১৮/০৭/২০১৪বেশ সুন্দর বর্ষার ছড়া। শুভেচ্ছা জানবেন। শুভ সকাল।
-
আবু সাহেদ সরকার ১৭/০৭/২০১৪চমৎকার একটি ছড়া কবি বন্ধু। আসরে স্বাগতম। আমার পাতায় আসবেন।