www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হু হু করা মন

চাঁদটা তোমায় পৌঁছে দেব ভেবে,পথে নেমেছিলাম
সুতোয় বাঁধা চাঁদ ,
ফানুসের মত ভেসে ভেসে চলছিল ।
তাঁরারা ছিল না সে দিন
ছিল মৃদু বাতাস
ছিল হু হু করা মন
ছিল অংশু নদীর দু কূল ছাপান জোছনা
তোমার বিস্মিত চোখ …

ভাবলাম চাঁদটা বেধে দেবো তোমার উঠোনে ,
এ দিক ও দিক দুলবে ।
কলা পাতার ফাঁকে যখন জোছনা নামবে
আমি-তুমি সেই জোছনার আলতে উঠোনে ছায়া ফেলবো
তুমি গান ধরবে পরিযায়ী পাখির কণ্ঠে
আমি জোছনা দেখবো
আর ভাববো …
আর ভাববো ,তোমার হু হু করা মন ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast