মনের মত তুমি
হলদে পাখির কালচে ঠোঁটে নীলচে তীলের মায়া,
তোমার চোখের তারায় আমার পরম সুখের ছায়া।
তোমার ঊরুতে সৌন্দর্য বিশ্রাম নেয়,
আর তোমার কন্ঠে কোকিল বাসা বাঁধে।
সত্যি বলছি
সৌন্দর্যের প্রতিমা তুমি,
দেখি যত মুগ্ধ হই ততো আমি।
অপ্সরার রানি রম্ভার মত গায়ের রং তোমার,
সোনালী আভার মায়া সর্বাঙ্গে।
বিশ্বাস হচ্ছে না?
আমি সত্যি বলছি
অপূর্ব সুন্দর তোমার ঐ বাকা চোখের চাহনি-
মুক্তহাসি,লাবন্য মুখশ্রী আর কোমল অন্তর।
তোমার ঐ এলো চুল যেন রাতের ঝর্না।
তোমার সৌন্দর্য,সন্ধ্যালালিমার স্নিগ্ধ অর্চির মত,
ফুটফুটে জোৎস্নার জ্যোতির মত কিংবা জোনাকির
মিটিমিটি আভার মত।
আমি বারে বারে চেয়ে থাকি তোমার ঐ সৌন্দর্যের দিকে।
জন্মেছে তোমার পরে দীপ্ত এক বাসনা-
যেন জলের ঘ্রানের মত বয়ে যাওয়া অঘ্রান পৌষ।
তুমি রবীন্দ্রনাথের উপন্যাসের নায়ীকা নও,
তুমি নাটরের বনলতা সেন নও,
তুমি মিশরের ক্লিওপেট্রা নও।
তুমি,
নও কোন অপ্সরা
নও কোন হুর পরী-
তুমি তো সাধারন একটা মেয়ে,
যে তাদের চেয়েও অনেক বেশি সুন্দরী।
আমি সত্যি বলছি
তুমি আমার,
‘মনের মত তুমি’
তোমার চোখের তারায় আমার পরম সুখের ছায়া।
তোমার ঊরুতে সৌন্দর্য বিশ্রাম নেয়,
আর তোমার কন্ঠে কোকিল বাসা বাঁধে।
সত্যি বলছি
সৌন্দর্যের প্রতিমা তুমি,
দেখি যত মুগ্ধ হই ততো আমি।
অপ্সরার রানি রম্ভার মত গায়ের রং তোমার,
সোনালী আভার মায়া সর্বাঙ্গে।
বিশ্বাস হচ্ছে না?
আমি সত্যি বলছি
অপূর্ব সুন্দর তোমার ঐ বাকা চোখের চাহনি-
মুক্তহাসি,লাবন্য মুখশ্রী আর কোমল অন্তর।
তোমার ঐ এলো চুল যেন রাতের ঝর্না।
তোমার সৌন্দর্য,সন্ধ্যালালিমার স্নিগ্ধ অর্চির মত,
ফুটফুটে জোৎস্নার জ্যোতির মত কিংবা জোনাকির
মিটিমিটি আভার মত।
আমি বারে বারে চেয়ে থাকি তোমার ঐ সৌন্দর্যের দিকে।
জন্মেছে তোমার পরে দীপ্ত এক বাসনা-
যেন জলের ঘ্রানের মত বয়ে যাওয়া অঘ্রান পৌষ।
তুমি রবীন্দ্রনাথের উপন্যাসের নায়ীকা নও,
তুমি নাটরের বনলতা সেন নও,
তুমি মিশরের ক্লিওপেট্রা নও।
তুমি,
নও কোন অপ্সরা
নও কোন হুর পরী-
তুমি তো সাধারন একটা মেয়ে,
যে তাদের চেয়েও অনেক বেশি সুন্দরী।
আমি সত্যি বলছি
তুমি আমার,
‘মনের মত তুমি’
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৬/২০২০সুন্দর প্রেমের কবিতা।
-
Md. Rayhan Kazi ১০/০৬/২০২০অসাধারণ লিখনি মুগ্ধতা ভরপুর