টোকাই কারা
ছোট্ট একটা ব্যাগ নিয়ে
ঘুরে ফেরে সদাই
তাদেরকেই বলা হয় এই
সমাজের টোকাই
আনাচকানাচে বেড়ে ওঠে
নেই তাদের ঘর বাড়ি
পেটে যাদের পান্তা জোটে
উনুনে চড়েনা হাড়ি
গরমে তাদের থাকেনা জামা
শীতের বেলাও তাই
তারাই হল এই সমাজে
পথের ধারে টোকাই
বাংলাদেশ সময়
দিনের ছড়া
প্রকাশকাল
৫ ডিসেম্বর ১৫ইং
ঘুরে ফেরে সদাই
তাদেরকেই বলা হয় এই
সমাজের টোকাই
আনাচকানাচে বেড়ে ওঠে
নেই তাদের ঘর বাড়ি
পেটে যাদের পান্তা জোটে
উনুনে চড়েনা হাড়ি
গরমে তাদের থাকেনা জামা
শীতের বেলাও তাই
তারাই হল এই সমাজে
পথের ধারে টোকাই
বাংলাদেশ সময়
দিনের ছড়া
প্রকাশকাল
৫ ডিসেম্বর ১৫ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ০৭/১২/২০১৫তাদের মূল প্রফেশন টোকানো, মানে কুড়িয়ে বেড়ানো। সেটাও বলার দরকার ছিল।
-
জুনায়েদ বি রাহমান ০৩/১২/২০১৫লেখনী দ্বারা বাস্তব চিত্র তুলে ধরেছেন। খুব ভালো লাগলো।
-
দেবাশীষ দিপন ০৩/১২/২০১৫নির্মম সত্যির চিত্র।ভাল লাগলো।
-
পরশ ০৩/১২/২০১৫জটিল
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৩/১২/২০১৫প্রথ্ম ও দ্বিতীয় স্তবক যকন চার লাইন তখন শেষ স্তবক ও চার লাইন হলে ভালো হতো
-
দেবব্রত সান্যাল ৩০/১১/২০১৫শেষ স্তবকও চার লাইনের হওয়া উচিত।