প্রবাস জীবন
প্রবাস জীবন বড়ই কঠিন
যারা থাকে বোঝে,
দিনটা কাটে কাজে কাজে
রাতটা কাটে বাজে।
বালিশের উপর রাখলে মাথা
মায়ের মুখটি ভাসে,
অগোচরে কেঁদে গেলেও
সবার সামনে হাসে।
সহজ সরল ছেলে সদাই
মায়ের চিন্তা করে,
কেঁদে কেঁদে মায়ের জন্য
অস্থির হয়ে পড়ে।
যায়যায়দিন
হাট্টিমা টিম টিম
প্রকাশকাল
৬ জানুয়ারি ১৬ ইং
যারা থাকে বোঝে,
দিনটা কাটে কাজে কাজে
রাতটা কাটে বাজে।
বালিশের উপর রাখলে মাথা
মায়ের মুখটি ভাসে,
অগোচরে কেঁদে গেলেও
সবার সামনে হাসে।
সহজ সরল ছেলে সদাই
মায়ের চিন্তা করে,
কেঁদে কেঁদে মায়ের জন্য
অস্থির হয়ে পড়ে।
যায়যায়দিন
হাট্টিমা টিম টিম
প্রকাশকাল
৬ জানুয়ারি ১৬ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/১২/২০১৫সত্য কথা গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ভাল লাগলো ।
-
ইসরাত রিতুল ১৩/১২/২০১৫খুব ভাল ।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১৩/১২/২০১৫উপলব্ধির দারুণ প্রকাশ.........
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১৩/১২/২০১৫উপলব্ধি দারুণ প্রকাশ.........
-
জুনায়েদ বি রাহমান ১৩/১২/২০১৫বাস্তব।
-
দেবাশীষ দিপন ১২/১২/২০১৫ঠিক বলেছেন কবি।