মাতৃভূমির ছেলে
ঐ রাখালের বাঁশির সুরে,
শান্তির পরশ বয়
আমার হৃদয় জুড়ে ।
ঐ গায়ের মেঠোপথ ধরে,
মন যেতে চায় বহুদূরে।
ঐ জমির কর্দমাক্ত ঘ্রাণ,
কেড়ে নেয় আমার মনপ্রাণ।
শীতল অনূভুত হয়,
বটতলায় এলে,
আর একটুখানি
শীতল হাওয়া পেলে।
মাতৃছায়ায় এলে
সব দুঃখ যাই ভূলে,
কেননা আমি এই
মাতৃভূমিরই ছেলে।
শান্তির পরশ বয়
আমার হৃদয় জুড়ে ।
ঐ গায়ের মেঠোপথ ধরে,
মন যেতে চায় বহুদূরে।
ঐ জমির কর্দমাক্ত ঘ্রাণ,
কেড়ে নেয় আমার মনপ্রাণ।
শীতল অনূভুত হয়,
বটতলায় এলে,
আর একটুখানি
শীতল হাওয়া পেলে।
মাতৃছায়ায় এলে
সব দুঃখ যাই ভূলে,
কেননা আমি এই
মাতৃভূমিরই ছেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ০৭/১২/২০১৫আপনার কবিতায় মাত্রা ও ছন্দের ভুল আছে। প্রথম স্তবকটা ঠিক করা প্রয়োজন। ভুলের সাথে ছেলে মেলে না।