www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাতৃভূমির ছেলে

ঐ রাখালের বাঁশির সুরে,
শান্তির পরশ বয়
আমার  হৃদয় জুড়ে ।

ঐ গায়ের মেঠোপথ ধরে,
মন যেতে চায় বহুদূরে।

ঐ জমির কর্দমাক্ত ঘ্রাণ,
কেড়ে নেয় আমার মনপ্রাণ।

শীতল অনূভুত হয়,
বটতলায় এলে,
আর একটুখানি
শীতল হাওয়া পেলে।

মাতৃছায়ায় এলে
সব দুঃখ যাই ভূলে,
কেননা আমি এই
মাতৃভূমিরই ছেলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আপনার কবিতায় মাত্রা ও ছন্দের ভুল আছে। প্রথম স্তবকটা ঠিক করা প্রয়োজন। ভুলের সাথে ছেলে মেলে না।
    • জ্বী এটা আমার প্রথম লেখা তো তাই। তারপরও আমার ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
      • একবার চেষ্টা করে দেখুন না। সংশোধন করার।
 
Quantcast