www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি আজও তুমাকে অনেক ভালবাসি

কোন জিনিষ হারিয়ে
গেলে পাওয়া জাই
হোয়তো মোয়লা ভরা থাকে

একটু পুরানো হোয়ে জায়
তবুও নিজেরই থাকে ।

কিনতু কাওকে দিয়ে দিলে
সামনে থাকলে
মোয়লা নাভরলে
যদি নতুন ও থাকে
তবুও পরের মোনে হয়
নিজের না ।

আমিতো তুমাকে
আরেক জনের হাতে
তুলে দিয়েছি আজ কি করে
বোলব তুমি আমার ।

সব কিছুই ঠিক আছে
জানত আমি মেনে ও নিয়েছি ।

কিনতু আমি আজও
তুমাকে ভালবাসি অনেক ভালবাসি ।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৯৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast