নিরব অভিমান
অবুজ পৃথিবী
বোঝেনা আমার ব্যথা
বলে গেছি কত কথা
তবুও সে যেন ছবি
হারিয়ে গেছে পুরনো স্মৃতি
রয়ে গেছি আমি একা
কত ভালোবাসা
নিরবে কেঁদেছে
বলেনি শুধু কথা
রাধার দুঃখ শ্যাম কি জানে
শ্যামের দুঃখ রাধা কি মানে
বলে সে ভালো আছে
নিরবে খুঁজে সে কাছে
হারিয়ে গেছে পুরোনো বন্ধু
কত শত অভিমানে
বলে গেছে সে দূর থেকে
ভালোবাসি আমি তোকে
নিরব অভিমানে
সম্রাটের গগনে
আজও সে ভালোবাসে
তোমার মনে মনে
ফুল বাগানে
নিরবে কোনো অভিমানে
দূর থেকে শুধু
নয়ন মনে!
বোঝেনা আমার ব্যথা
বলে গেছি কত কথা
তবুও সে যেন ছবি
হারিয়ে গেছে পুরনো স্মৃতি
রয়ে গেছি আমি একা
কত ভালোবাসা
নিরবে কেঁদেছে
বলেনি শুধু কথা
রাধার দুঃখ শ্যাম কি জানে
শ্যামের দুঃখ রাধা কি মানে
বলে সে ভালো আছে
নিরবে খুঁজে সে কাছে
হারিয়ে গেছে পুরোনো বন্ধু
কত শত অভিমানে
বলে গেছে সে দূর থেকে
ভালোবাসি আমি তোকে
নিরব অভিমানে
সম্রাটের গগনে
আজও সে ভালোবাসে
তোমার মনে মনে
ফুল বাগানে
নিরবে কোনো অভিমানে
দূর থেকে শুধু
নয়ন মনে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৯/১০/২০১৭অপূর্ব সুন্দর লিখেছেন প্রিয় কবি
-
মধু মঙ্গল সিনহা ২৮/১০/২০১৭অনেক সুন্দর একটি লেখা, ধন্যবাদ।
-
আজাদ আলী ২৮/১০/২০১৭Besh valo
-
কে. পাল ২৮/১০/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/১০/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ২৮/১০/২০১৭সুন্দর লিখেছেন প্রিয় কবিসম্রাট - তবে বানান ভুলের দিকে একটু লক্ষ্য দেয়া প্রয়োজন। নিরব > নীরব, অবুজ > অবুঝ