নীলমণি রাধা
ও মধুবনে মধুবুনি কৃষ্ণ হাঁসি,
যমুনার ঘাটে যায় রাধা প্রিয়সী!
তালে তালে নূপুর ঝুমুর ঝুমুর,
কোকিলা গায় গান সুন্দর সুর।
কুঞ্জবনে সেও খোঁজে মন সঙ্গী,
কৃষ্ণের বাঁশির মত তাই ভঙ্গি!
রামধনু আঁকে মনময়ূর প্রজাপতি,
মধুবুনি মনে যেন ঝিনুকের মতি।
কদম গাছে বসে হাঁসে কৃষ্ণমন,
রাধাবুনি স্নান করছে যত্নে কেমন!
-:♡:-
~রাধাশ্যাম জানা~
যমুনার ঘাটে যায় রাধা প্রিয়সী!
তালে তালে নূপুর ঝুমুর ঝুমুর,
কোকিলা গায় গান সুন্দর সুর।
কুঞ্জবনে সেও খোঁজে মন সঙ্গী,
কৃষ্ণের বাঁশির মত তাই ভঙ্গি!
রামধনু আঁকে মনময়ূর প্রজাপতি,
মধুবুনি মনে যেন ঝিনুকের মতি।
কদম গাছে বসে হাঁসে কৃষ্ণমন,
রাধাবুনি স্নান করছে যত্নে কেমন!
-:♡:-
~রাধাশ্যাম জানা~
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ২২/০৪/২০১৭অসাধারণ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২২/০৪/২০১৭অসম্ভব ভাললাগার কবিতা।
-
মধু মঙ্গল সিনহা ২১/০৪/২০১৭বেশ ভাল লাগল।