www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার পাখি

ভালোবাসা একটি পাখির নাম,
আমি পাখিটিকে উড়িয়ে দিলাম
সারাটা দিন পার করে,
সে আমার কাছে ফিরে এলো ।
আমি যদি পাখিটিকে
খাঁচায় বন্দী করে রাখতাম,
তাহলে সে সারাদিন খাঁচার মধ্যে
ডানা ঝাপটাতে ঝাপটাতে মারা যেত ।

ভালোবাসা ঠিক এমনই
অতিরিক্ত ভালোবাসায়,
মানুষ পাগল হয়ে যায়
তখন তার মধ্যে সন্ধেহ চলে আসে,
বিশ্বাস করতে পারে না তোমাকে ।
তখনই সে আস্তে আস্তে
তোমার মন থেকে দূরে চলে যায়,
মনের অজান্তেই দূরত্বটা বেড়ে যায়
এই দূরত্ব থেকেই চাহিদার সৃষ্টি হয়
যা তোমার কাছে দুর্বিষহ হয়ে ওঠে ।

তুমি তোমার ভালোবাসার পাখিটিকে
আকাশে উড়িয়ে দাও,
সে তোমার বিশ্বাস ভাংবে না,
তোমার কাছেই ফিরে আসবে
আর শুধু তোমাকেই ভালবাসবে,
ভালোবাসাটা এমনই ।
তাকে মুক্ত করে রাখলে
সে তোমার হয়ে থাকবে,
তাকে তোমার কাছে আগলে রাখতে হবে ,
সে যতই উড়ুক,
তোমার বিশ্বাসের জোরে অন্যায় করবে না ।
সে তোমার কাছ থেকে দূরে যেতে চাইবে না
সে জানে সে শুধু তোমার,
আর অন্য কারো হতে পারবে না কখনো
এটাই তো ভালোবাসার পাখি ॥
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোবাসার চেয়ে বইপড়া অনেক ভালো।
  • বেশ অনুভূতির।
  • ফয়জুল মহী ২৭/০৬/২০২২
    প্রশংসনীয় উপস্থাপন
    ভীষণ ভালো লাগলো
  • শ.ম. শহীদ ২৬/০৬/২০২২
    চমৎকার।
 
Quantcast