www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মেয়ে মানু্ষ

আমাদের ছোট বেলায়
সব আবদার পূরণ করা হয় ।
কিন্তু যখন বড় হয়ে যাই
তখনই শুরু হয়
সবার নানান ঝামেলা ।
মেয়েটি সহজ সরল হলে
সবাই বলে ,
অই তুই তো মেয়ে
এত চুপ চাপ থাকিস কেন রে?
মেয়েটি বেশী কথা বললে
সবাই বলে ,
অই মেয়ে বেশী কথা বলিস না ।
মেয়েটি অন্যায়ের প্রতিবাদ করলে
সবাই বলে,
এ তো দেখি ঠোট কাটা মেয়ে
বেশী তিরিং বিরিং ভাল না ।
সবার ধারণা ,
মেয়েদর স্বাধীনতা থাকতে নেই ।
সবার মতে
মেয়েদের ইচ্ছের দাম নেই ।

মানুষ কথায় কথায়
কত কিছুই না বলে
লোকে বলে ,
মেয়ে মানুষ মানিয়ে চলতে হয় ।
লোকের ভাষায় ,
মেয়েদের স্বাধীনতা নেই ।
লোকের মতে ,
মেয়েরা যা খুশী তা করতে পারে না,
আচ্ছা, আমার জানতে ইচ্ছে করে
মেয়েদের শখ আহ্লাদের দাম
কেন মানুষ দিতে পারে না ?
ছেলেরা যা খুশী করবে
মেয়েরা তা পারবে না কেন ?

উত্তর চাইব আমি
আপনাদের কাছে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাখাওয়াত হোসেন ২৮/১২/২০২০
    অসাধারণ রচনাশৈলী হে সুপ্রিয় কবি।
  • মেয়েদের সকল অধিকার আছে। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
  • ব‌েশি স্বাধীনতা আবার ম‌েয়েদ‌ের জন্য ক্ষত‌ির কারণ হত‌ে পার‌ে।
  • বেশ ভাবনাময় উপস্থাপন।
  • বাসেদ সরকার ২৭/১২/২০২০
    Wonderful
  • চিন্তার বিষয়!
  • ফয়জুল মহী ২৭/১২/২০২০
    Excellent
 
Quantcast