www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগ্রহ

আগ্রহ মানুষের জীবনে
অনেক উন্নতি ঘটায়,
আমি বিশ্বাস করি
আগ্রহ ছাড়া জীবনে
আগানো যায় না ।

আগ্রহ মানুষের কখন আসে
সেটা কি কেউ বোঝার চেষ্টা করে?
মনে যখন কোন দুঃখ কষ্ট থাকে না
তখনই আগ্রহ নিয়ে আগানো যায় ।

মনের ভেতর যন্ত্রণা রেখে
আগ্রহটা কে প্রকাশ করা যায় না,
খুব অসহায় লাগে তখন
একা লাগে কিছু করতে
ভালো লাগে না,
এই জন্যই তো
তখন আগ্রহ নিয়ে
কাজ করা যায় না ।

মনের আবর্জনা
বের করে দিয়ে,
বাড়তি আবর্জনা
দূরে সরিয়ে দিয়ে দিলেই,
আগ্রহ নিয়ে কাজ করা যায় ।
তখন সব হালকা থাকে,
মনটা হালকা থাকে,
তাইলে আগ্রহ নিয়ে
কাজ করা যায় ।
এছাড়া আগ্রহ নিয়ে
কাজ করা খুবই কঠিন ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Jubaer Ahmed ২৮/০৭/২০২০
    আগ্রহ নিয়ে লিখন শৈলী টি অনেক ভাল লেগেছে এবং একটা ভাবুকপূর্ন
    পরিবেশ তৈরি করেছে আমার ভিতরে। ভাল লেগেছে।
  • Md. Rayhan Kazi ২২/০৭/২০২০
    অনন্য লেখনশৈলী
  • অনবদ্য
  • ফয়জুল মহী ২০/০৭/২০২০
    অনিন্দ্য সুন্দর লেখনী । অনবদ্য প্রকাশ।
  • রবীন আফরিন ২০/০৭/২০২০
    আগ্রহ কে এতো সুন্দর ভাবে বর্ণনা করা যায় ! ভাবতে অবাক লাগে । অসম্ভব সুন্দর রচনা প্রিয় কবি
 
Quantcast