www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা-বাবা

সার্থক জনম আমার
জন্মেছি এই দেশে ,
সার্থক জনম মাগো
তোমায় ভালোবেসে ,
সার্থক হলাম আমি
তোমাদের মত
মা-বাবা পেয়ে ।


মাগো, তুমি যেমন ভালোবাসো
দোয়া করো যেন
তোমায় তেমন
স্নেহ করতে পারি ।
বাবা, তুমিও দোয়া করো
ঠিক যেমন দিয়েছে ভরিয়ে
তেমনি যেন আমিও
দিতে পারি ভরিয়ে ।


সার্থক হলাম আমি
তোমাদের ভালোবাসা পেয়ে ,
সার্থক হলাম আমি
তোমাদের মত মা-বাবা পেয়ে ।


সার্থক জনম আমার
সার্থক হলো আমার মন ,
সার্থক তোমাদের ভালোবাসা
সার্থক হলাম আমি
তোমাদের পেয়ে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast