www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবা

ছাদে দাড়িয়ে আছি একা , ঈদের চাদঁ টা খুব সুন্দর
ওঠেছে ।মা,স্ত্রী সন্তাদের ঈদের কেনাকাটা ঠিকই
করছি কিন্তু বাবার জন্য কিছুই কিনতে পারি নাই।এই
লোকটার জন্য কিছু কিনতে মন চায় না।কি দেব তাকে ,
সে কখনও আমার কোন চাহিদা ঠিক মত পূর্ন
করতে পারে নেই।
যখন ছোট ছিলাম , ঈদ আসলেই মনে আনন্দ লাগতো ।
নতুন
জামা আসবে , ভাল রান্না হবে কত মজা করবো।
বাবা যখন শপিং ব্যাগটা হাতে করে আনতো কত
খুশি হতাম কিন্তু ব্যাগ থেকে জামা টা বের করে আরও
বেশি কষ্ট পেতাম।কারন আমার জন্য ভাল আর
দামি জামা আনা হয় নেই।
আমার সব বন্ধুর বাবা কত ভাল দামি জামা কিনে দেয়
আর
তুমি আমাকে কি এনে দিলে -
- বাবা আমার,এবার তোমার জন্য ভাল
জামা আনতে পাড়ি নাই কিন্তু
আগামী ঈদে সবচেয়ে দামি জামা এনে দেব , তখন
তোমার বন্ধুরা তোমার দিকে তাকিয়ে থাকবে
- তুমি মিথ্যুক , গত ঈদে একই কথা বলছিলা ।
তুমি কেমন
বাবা , ছেলেকে একটা ভাল জামা কিনে দিতে পাড়
না। আল্লাহ কেন যে তোমার সন্তান
হিসেবে পাঠাইছে ।
কখনও বুঝি নাই বাবার কষ্ট টা । কখনও বুঝাল
চেষ্টা করি নাই , আমার এই সামান্য জামা আর ভাল
খাবারের জন্য সে নিজের জামা কিনে নাই ।
আজ সন্তানের বাবা হয়ে বুঝি , সন্তান কে কিছু
দিতে না পাড়লে তাদের থেকে বাবা কষ্ট পায়
বেশি । আজ জানি কেন বাবা রাতে লুকিয়ে কাদঁতো ।
যখন ভাল চাকরি পেলাম আমার থেকে বাবাই
বেশি খুশি হল । ঈদে যখন
সবচেয়ে দামি জামা কিনে এনে বাবা কে বলতাম-
- বাবা,টাকা ছিল না তাই কম
দামি একটা জামা কিনে আনছি তোমার জন্য।
বাবা তখন কেদেঁ দিয়ে বলতে-
- তুমি বাবা,আমাকে মিথ্যে কথা বলছো ।। আমি কাপড়
চিনি কোন টা দামি আর কোন টা কম দামি । আবার
তুমি আমার জন্য এত টাকা খরচ করলে , তোমাকে কত
বার
বলছি আমার বয়স হয়েছে এসব না পড়লেও চলে ।
বাবা আমাকে কপালে চুম খেয়ে জড়িয়ে ধরে কাদেঁ -
তুমি ছোট থাকতে কোন চাহিদা আমি ঠিক মত পূর্ন
করতে পাড়ি নাই , ঈদে ভাল
একটা জামা দিতে পাড়ি নাই , সেই তুমি আমাকে কত যত্ন
কর ।
- বাবা,তুমি আমাকে যে আদর্শ শিক্ষা দিয়েছো তাই
আমার বড় সম্পদ টাকা পয়সা , জামা কাপড় নয় ।
বাবা আসলেই আমার কোন চাওয়া ঠিক মত পূর্রণ
করতে পাড়ে নাই । তার কাছে শেষ একটা চাওয়া ছিল
সেটাও দিতে পাড়ে নাই , বলছিলাম -
বাবা আমাকে ছেড়ে কোথাও যেও না ,আমি একা ভয়
পাই কিন্তু সে কথা রাখে নাই ।
আমাকে ফাকি দিয়ে চলে গেল ।
আজ বলছি বাবা , তোমার মত বাবা পেয়ে আমি গর্বিত ।
তুমি গরিব ছিলে ঠিকই কিন্তু আমাকে প্রতিষ্ঠিত করেছ ।
তোমার দোয়ায় ভাল আছি বাবা শুধু একটা দিক
দিয়ে আমি পিছনে আছি , আর সেটা হল আমার
পাশে আমার বাবা নেই ।
তুমি বাবা বিশ্বাস কর তোমাকে ছাড়া আমার কোন
অভাব নেই শুধু এ হৃদয়ে তোমারই অভাব ।
আজ ঈদ , বাবা থাকলে এক সাথে নামাজ পড়ে ,
বাবা ছেলে কোলাকোলি করতাম । বাবা কে সালাম
করে সালামি চাইতাম আর বাবা কপাড়ে একটা চুম
খেয়ে বলতো এটাই তোমার সালামি ।
খুব মিছ করছি বাবা তোমাকে।আই লাভ ইউ , বাবা ।
জানি তুমিও আমাকে খুব মিছ করছো ।
দোয়া করি তুমি ভাল থাক , আল্লাহ তোমাকে বেহেশত
নছিব করুক । আমিন ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast