মন
মন থেকে মনে মনে
দুটি মন হয় মিলিত,
কিছু সপ্ন কিছু আশা
হয়ে যায় সুখের সংসার ।।
তুমি আমি একসাথে
করব মিলে জয়,
আমাদের সপ্ন আশা
যেন সত্যি হয় ।।
দুটি মন হয় মিলিত,
কিছু সপ্ন কিছু আশা
হয়ে যায় সুখের সংসার ।।
তুমি আমি একসাথে
করব মিলে জয়,
আমাদের সপ্ন আশা
যেন সত্যি হয় ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৮/০১/২০১৮অসাধারন।
-
তাবেরী ২৮/১২/২০১৭ভাল।
-
মোঃ ফাহাদ আলী ২৭/১২/২০১৭সুন্দরের প্রত্যাশায়।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১২/২০১৭মন সুন্দর হলে স্বপ্নও সুন্দর হবে।
-
এন আই পারভেজ ২৭/১২/২০১৭খুব সুন্দর হয়েছে।
-
কামরুজ্জামান সাদ ২৭/১২/২০১৭ভাল লেখা
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৬/১২/২০১৭খুব খুব সুন্দর