কিশোর মন
কিশোর মনের আশা পূরণ হয় কখনো
কি যেন চায় তারা পায় না কখনো ।।
তাদের মনে প্রেম জাগে
করতে চায় তারা,
কি করবে হয় দিশেহারা ।।
ছোট একটি আশা মনে ধরে রাখে
সব সময় সেই কথাই ভাবে ।।
মনটা যেন ছোট্ট একটু
কিন্তু জানি না ভাই,
এত চিন্তা ধরে রাখলে
কিভাবে পড়ালেখা হয় ।।
কি যেন চায় তারা পায় না কখনো ।।
তাদের মনে প্রেম জাগে
করতে চায় তারা,
কি করবে হয় দিশেহারা ।।
ছোট একটি আশা মনে ধরে রাখে
সব সময় সেই কথাই ভাবে ।।
মনটা যেন ছোট্ট একটু
কিন্তু জানি না ভাই,
এত চিন্তা ধরে রাখলে
কিভাবে পড়ালেখা হয় ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ উবায়দুর রহমান ২৮/১০/২০১৭অনেক সুন্দর
-
সন্দীপন পাল ২৮/১০/২০১৭ছড়াটা ভাল
-
শাহজাদা আল হাবীব ২৮/১০/২০১৭সুন্দর!
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৮/১০/২০১৭সুন্দর
-
সোলাইমান ২৮/১০/২০১৭খুব ভাল লিখেছেন
-
আজাদ আলী ২৮/১০/২০১৭Nice poem dear poet.
-
কে. পাল ২৭/১০/২০১৭বেশ