মা
মা, তোমায় নিয়ে আমার অনেক ভাবনা
তা ভাবতে ভাবতে আমার
দিনই কেটে যায় ।
মা তুমি চলে যেওনা,
তোমায় ছাড়া আমি যে একা ।
মা তুমি আমার সব কিছু
মা তোমায় ঘিরে আছি আমি,
তোমাকে ছাড়া আমি কিছু চাই না
তুমি না থাকলে আমি যে বড় অসহায় ।
মা ডাকটি কত যে মধুর
এটা তো কাউকে বোঝানো যায় না,
যে মাকে ভালবাসে
সেই জানে মা কতটা আপন ।
তা ভাবতে ভাবতে আমার
দিনই কেটে যায় ।
মা তুমি চলে যেওনা,
তোমায় ছাড়া আমি যে একা ।
মা তুমি আমার সব কিছু
মা তোমায় ঘিরে আছি আমি,
তোমাকে ছাড়া আমি কিছু চাই না
তুমি না থাকলে আমি যে বড় অসহায় ।
মা ডাকটি কত যে মধুর
এটা তো কাউকে বোঝানো যায় না,
যে মাকে ভালবাসে
সেই জানে মা কতটা আপন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৭/১১/২০১৭চমৎকার
-
কামরুজ্জামান সাদ ১২/১০/২০১৭অনিন্দ্য কবি
-
Abdullah Al Mamun ১২/১০/২০১৭good
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/১০/২০১৭অ ন ব দ্য।
-
আজাদ আলী ১২/১০/২০১৭Valo laglo
-
খায়রুল আহসান ১২/১০/২০১৭মাকে নিয়ে লেখা সব কবিতাই ভাল লাগে।
-
মধু মঙ্গল সিনহা ১২/১০/২০১৭ধন্যবাদ,অনন্য কবিতা।।
-
কে. পাল ১২/১০/২০১৭Bes valo
-
অনিক মজুমদার ১১/১০/২০১৭মা💜