বাসনা
কবিতা তোমায় লেখবো কি আজ
মনের ভাবাবেগ,
হারিয়ে গেছে সব উপমা
আনন্দ আবেশ।
দুঃখ জমা রং তুলি তাই
আকছেনা আর ছবি
না হলাম এক শিল্পী আমি
না হলাম এক কবি।
আবার যদি দুঃখ কভু
কলম ছুয়ে ঝরে,কাব্যে লেখে কবি হব
বাসনা অন্তরে।
মনের ভাবাবেগ,
হারিয়ে গেছে সব উপমা
আনন্দ আবেশ।
দুঃখ জমা রং তুলি তাই
আকছেনা আর ছবি
না হলাম এক শিল্পী আমি
না হলাম এক কবি।
আবার যদি দুঃখ কভু
কলম ছুয়ে ঝরে,কাব্যে লেখে কবি হব
বাসনা অন্তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৫/০২/২০২২বেশ এক অনুভূতির প্রকাশ কবি আপু
-
মিঃ হোসাইন ০৩/০২/২০২২ইমপ্রেসিভ
-
স্বপন গায়েন ২৭/০১/২০২০খুব ভাল।
-
সাইদ খোকন নাজিরী ০৪/০৬/২০১৮যদি বলি কবি হতে হবেনা কারন আগেই হয়ে গেছেন।অসাধারণ লিখনি!এভাবেই জ্বলে উঠুন!
-
মহঃ ইসরাফিল সেখ ০১/০৬/২০১৭Good
-
শাহারিয়ার ইমন ০৭/০৫/২০১৭সহজ সুন্দর ছন্দময় ~ !
-
দামাল ০৪/০৫/২০১৭কস্ট না হলে সৃষ্টি হবে কিভাবে?
-
সাঁঝের তারা ০৩/০৫/২০১৭ভাল। শুভেচ্ছা ...
-
সুকান্ত হৃদয় ০৩/০৫/২০১৭ভাল লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৫/২০১৭ভাবের উচ্ছ্বাস!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৫/২০১৭ক য়েকটি বানান ভুল আছে।
-
পরশ ০২/০৫/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ০২/০৫/২০১৭ভালো।