দুষ্ট ছেলে
শ্রাবন নামের ছোট্ট ছেলে
কথায় বেজায় পাকা
দুষ্টামিতে সেরা সে যে
যায়না ধরে রাখা।
যখন তখন বায়না ধরে
কি খাই কি খাই করে
পয়সা পেলে তৎক্ষনাত সে
ছোটে দোকান ঘরে।
আদর সোহাগ বোঝেনা সে
মানেনা যে বাধা
একটু খানি বকা দিলে
চোখ ভাসিয়ে কাঁদা ।
রাগ করে কেউ ছুড়িয়ে দিলে
তাহার তরে কিল
দুষ্ট ছেলের মুখে চেয়ে
বিষিয়ে উঠে দিল।
আমি যখন মেজ বনের বাসায় ছিলাম ,তখন তার ছোট ছেলেকে নিয়ে লেখা ছড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ০৫/০২/২০২২চমৎকার লেখার কারুকাজ,পাঠে মুগ্ধ হলাম। লিখতে থাকুন অবিরত ।
-
সন্দীপন পাল(শুভ) ১৯/০৪/২০১৭মিষ্টি মধুর
-
ফয়সাল রহমান ১৮/০৪/২০১৭দারুন
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৭/০৪/২০১৭সুন্দর ভাষা ও ছন্দের মিলন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৪/২০১৭খুব সুন্দর।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৪/২০১৭ওয়াও!
দারুণ হয়েছে বন্ধু,
ভালো থাকবেন এবং ভালো লিখবেন এই প্রত্যাশা। -
রইস উদ্দিন খান আকাশ ১৭/০৪/২০১৭ছবিটি কি শ্রাবণের ??
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৪/২০১৭ভাল লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৪/২০১৭ছবিটা অন্যরকম হলে ভালো হতো।