ফাগুনের এই বেলা
যদি মন চায় তবে চলে এসো
ফাগুনের এ বেলা
এখানে মানুষে মানুষের মাঝে
বিভেদ নাই, নাই হেলা।
সাদা কালো আর চাষা মজুরে
উচু নিচুর সমাহার
সকলে বলে উদার চিত্তে
আমরা সবাই সবার।
যদি পারো তবে মেনে নিয়ে এসো
তুমিও সাধারন
খুজোনা হীনে ,কারন বিনেই
আমাদের আয়োজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৭/০১/২০২০চমৎকার
-
শাহারিয়ার ইমন ২৯/০৩/২০১৭আসব
-
মোহাম্মদ সফিউল হক ২৮/০৩/২০১৭আসবো
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৩/২০১৭ফাগুন চলে যাচ্ছে।
-
পরশ ১৫/০৩/২০১৭সুন্দর
-
তাবেরী ১৫/০৩/২০১৭ভাল লাগল
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৫/০৩/২০১৭যেন কোন পল্লী কবির উদাত্ত আহবান তার কবিতায়।
দারুণ কম্পোজিশন, মুগ্ধ আমরা সবাই
অনেক অনেক ভালো লেগেছে আপনার আয়োজনের আহবানে।
শুভেচ্ছাসহ ধন্যবাদ কবিকে। -
শাহজাহান সিরাজ ১৫/০৩/২০১৭প্রিয়দের চোখে প্রিয়ার হাসির কত না মধুর...এ অনুভূতিতে মিছে আপনার কবিতার একাক... বেশ ভালো লাগল।।