চাঁদের সাথে প্রেম
ইর্শা করে আধার ঘরে
রাখলো আমায় যারা
কে দিল সেই সংগোপনে
অঝোর আলোক ধারা।
রাগ করে কেউ কয়না কথা
দেয়না খুলে দ্বার
বাতায়ন যে আলগা বুঝি
সেই পাহারা দার ?
কিন্তু কেহ জানলোনাতো
সবার অলক্ষ মনে
প্রেম হল মোর মহান দাতার
চাঁদের আর্কষনে।
রাত দুপুরে ফুল সুরভি
স্নেহ সুবাস ঢালে
উজার করা প্রেন শুধু তার
গোপন অভিশারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহারিয়ার ইমন ০৩/০৪/২০১৭অসাধারন কবিতা
-
ফয়জুল মহী ১৪/০৩/২০১৭ছন্দে কথায় চয়নে অপূর্ব শিল্প
-
মেহেদী হাসান (নয়ন) ১৩/০৩/২০১৭khun valo likhchen.
-
তাবেরী ১৩/০৩/২০১৭অনেক মনও মুগ্ধকর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৩/২০১৭ভালোলাগা রইল।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৩/০৩/২০১৭দারুণ অভিব্যক্তি, গীতিকবিতাধর্মী নিবেদনমূলক কবিতা।
সত্যিই, চমৎকার অভিপ্রায় এবং ভাবাবেগে আবেগিত।।
:::বাতায়ন যে আলগা বুঝি
সেই পাহারা দার::::
এবং
::::উজার করা প্রেম শুধু তার
গোপন অভিসারে:::::::
অনেক ভালো লেগেছে বন্ধু,
শুভকামনাসহ ধন্যবাদ।