www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হারানো হীয়া

হয়না দেখা এই দু’জনার আজ কত দিন ধরে
কেমন আছো বড্ড বেশি জানতে ইচ্ছে করে?

হয়তো তুমি পর ভেবে আজ বলবে ভালোই আছি,
যেমনি করে আমিও বলি মিথ্যে করে হাসি।

জয় পরাজয় আজ দুজনার হিসেব খাতায় কসে
কেউ জয়ী নই, জিদের দহন খাচ্ছে কুঁড়ে বিষে।

সেদিনের সেই কৃষ্ণচূড়া হিজল গাছের তলে
কতটা দিন কেটে ছিল গল্প বলে বলে।

গুজিয়ে দিতে খোঁপায় আমার হলুদ গ্যাঁদার ফুল
বলতে হেসে সুন্দর তুমি লম্বা তোমার চুল ।

বুট বাদাঁম আর লবন নিয়ে ঘাসের উপর বসে
কখন সময় গেছে বয়ে টের পাইনি শেষে।

তোমার দেয়া নীল শাড়ীটা আজো আমার কাছে
নষ্ট হতে দেয়নি আজো খুব যতনে আছে।

সে দিন গুলো মধুর ছিল কাটতো সময় হেসে
এখন কাটে ব্যাস্ত সময় নিভৃতে মন কাঁদে।


হয়তো তুমি ভালোই আছো, আছো অনেক সুখে
তাই বলে কি আমার স্মৃতি নাই তোমার ঐ বুকে?

মিথ্যে অভিমানের দহন বাড়িয়ে দিল ভার
আজকে তুমি দুর অতিথি আমি হলাম কার।

সে দিন যদি বুঝতে তুমি হতো না এই ভুল
হারাতোনা এই দুজনার প্রণয় নদীর কুল।

একটি ভুলের শাস্তি কেন এত কঠিন হল
মিথ্যে দম্ভ অহংকার আজ কোথায় বল গেল।

ছোট ছোট রাগ অভিমান সেই তো প্রেমের শোভা
কেন তবে এমন হল আমায় দিলে ধোঁকা।

বড় বেশি মনে পড়ে তোমারও তো তাই
যতই করো আড়াল তারে মুখে বল যাই।

তুমি ভাবছো কেমন করে জানি আমি সবি
তোমার ঘরের সঙ্গীটি যে আমার ঘরের ছবি।

দু’জনাযে বন্ধু মোরা কিন্তু সে না জানে
সব কথা সে আমায় বলে কাঁদে অভিমানে।

কিন্তু আমি করবোটা কি, শান্তনা দেই মিছে,
স্বামীর ঘরে আমিও আজ মনটা তোমার পিছে।

বদ মেজাজি রাগের ছটায় জলবে কত আর
আমি না হয় প্রেমি ছিলাম সে তো বউ তোমার।

বউ কে তুমি করোনা আর এমন করে হীন
হৃদয় থেকে মুছে ফেল পুরানো সে দিন।

আমার স্বামী ও তোমার মত নিশা করে ফিরে
খোজ রাখেনা ঘরের কিছু আমায় কে আর বোঝে।

তবু আমি দিব্যি চলি টাকার প্রসাদ ঘরে
জানিনা এ কেমন সুখে জীবন তারে বলে।

বউটি তোমার লক্ষী অতি আমি তারে চিনি,
এমন মেয়ে হয়না লাক্ষে ,সরল আর বিনয়ী।


হয়নি মিলন হয়তো খোদা চাইনি বলে তাই
সব ভুলে যাও, এখন তো আর কিছুই করার নাই।

জানি ভুলা কঠিন হলেও ,ভুলতে সবি হয়
সব কিছুকে মেনেই তো এই জীবন চলে যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast