বলতে মানা
চিন চিন করে উঠে
বুকের ভিতরে কষ্টের চোঁরা বাঁলি।
দূর্বার গতি তার,
তীব্রতায় মস্তির্কের শিরা উপশিরা টানে,
তবু বলেত মানা।
সন্মান,সম্ব্রোম,আর মানবতার র্মম মুলে
আঘাত হানবার অধিকার নেই।
যা নিভূতে দহে,তা তো একান্তই,
তাই ব্যকুলতার বিপন্ন ভাবনা থেকে
মুক্ত হোয়া চাই..।
বুকের ভিতরে কষ্টের চোঁরা বাঁলি।
দূর্বার গতি তার,
তীব্রতায় মস্তির্কের শিরা উপশিরা টানে,
তবু বলেত মানা।
সন্মান,সম্ব্রোম,আর মানবতার র্মম মুলে
আঘাত হানবার অধিকার নেই।
যা নিভূতে দহে,তা তো একান্তই,
তাই ব্যকুলতার বিপন্ন ভাবনা থেকে
মুক্ত হোয়া চাই..।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ১৭/১০/২০১৬ভালো লেখেছেন।
-
আব্দুল হক ১০/১০/২০১৬আহঃ আমারও
-
হাসান কাবীর ১০/১০/২০১৬সুন্দর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/১০/২০১৬খুব সুন্দর। শুভেচ্ছা নিও মৌসুমি।
-
অঙ্কুর মজুমদার ১০/১০/২০১৬besh
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১০/১০/২০১৬ভাল