www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এতো দিন কোথায় ছিলে

ও আমার প্রিয়তমা,
এতো দিন কোথায় ছিলে?
মন পাঁজরে দোলা দিয়ে
আসোনি কেনো আরও আগে?
একটু সুখের পরশ নিয়ে
শত নতুন স্বপ্ন নিয়ে
হাজার রঙ্গিন ভাবনা নিয়ে
কোথায় ছিলে দূর অজানায়?

ও আমার চন্দ্রাবতী,
এতো দিন কোথায় ছিলে?
দাওনি কেনো আগে ধরা?
দাওনি কেনো হাত বাড়িয়ে
ভালোবাসার পরশ নিয়ে
করোনি কেনো ধন্য আগে
তোমারই ভালোবাসার আঁচলে বেঁধে
দাওনি কেনো প্রেম ইশারা?

ও আমার নিল নয়ণা,
এতো দিন কোথায় ছিলে?
পড়েনি কি মনে আগে?
ভাবোনি কি আমায় নিয়ে
চাঁদনী রাতে একাকী আনমনা হয়ে
হতেও পারি আপন জনা।

ও আমার মায়াবিণী,
এতো দিন কোথায় ছিলে?
এ মনটা কেনো জয় করোনি আরও আগে?
পথ চলা হতো দুজনার
কেনো খুলোনি আরও আগে
আমার তরে প্রেমের দুয়ার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast