www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেদনার রঙ নাকি নীল

নীল সমুদ্র
নীল কমল  
আর নীল-
আকাশের ঐ উদার জমিন।
স্বপ্ন নীল
কামনা নীল
আর নীল-
আমার প্রেমের কাব্য দীনহীন!

ভালবাসায় সুখ আছে
দুঃখ কি নেই?
তাহলে যুগে যুগে
লাইলি-মজনু, শিরি-ফরহাদ, রোমিও-জুলিয়েটরা অমর হতোনা!
ভালবাসার রঙ কী?
প্রশ্ন জাগে,
কিন্তু উত্তর জানা নেই।

বেদনার রঙ নাকি নীল!
কিন্তু আকাশের বুক জুড়ে নীলের যে সমারোহ-
তা কষ্টের কোন অজানা নদী?
প্রশ্ন জাগে,
কিন্তু উত্তর খুঁজে পাইনা।

আসলে কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না!
উত্তর খুঁজে ফেরা ভুল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    বেদনার রঙ নীল কি না এই সংশয় কবিতাটিতে প্রকাশ পেয়েছে।
  • Înšigniã Āvî ২৯/০৯/২০১৩
    দারুন
  • ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩
    -ঠিক তাই অনেক প্রশ্নের আসলে উত্তরই হয় না--
 
Quantcast