www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশা জাগানিয়া

মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়
মনে হয় বড় একা হয়ে যাচ্ছি আমি!
কেউ নেই চারপাশে-
শুধু শূন্যতায় পড়ে থাকি আমি!আর আঁধারেরা
খেলা করে আমাকে ঘিরে!
যতই আমি দু’হাতে আঁধার সরাই ততই ওরা
আষ্টেপিষ্টে বেঁধে রাখে আমাকে।
আমি কিছুতেই ছাড়াতে পারি না নিজেকে-আঁধারের বুক থেকে।

হঠাৎ কে যেন তখন ডাক দিয়ে যায় আমায়!
আমি নিজেকে ফিরে পাই নিজের মধ্যে।
আঁধারের বুকে জাগে আশার আলো
স্বপ্ন হয়ে জেগে ওঠে আমার অস্ত্বিস্ত-
জেগে উঠি আমি আঁধারের বুক ফুঁড়ে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ রাব্বানী ভাই
  • আমি নিজেও খুব হতাশার মধ্যে আছি।কবিতা পড়ে ভালো লাগলো।
  • বিশ্বজিৎ বণিক ২৩/০৯/২০১৩
    নিজের সাথে বসবাস...।
  • রাসেল আল মাসুদ ২৩/০৯/২০১৩
    কবিতাটা ভাল লাগলো। তবে কবি চাইলে কবিতাটা আরো কাব্যগুণ মণ্ডিত হতে পারতো।
  • ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩
    --জেগে থাকো এই কামনা।---
  • Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
    আশাবাদী কবিতা
  • সহিদুল হক ২৩/০৯/২০১৩
    বেশ আশা জাগানো কবিতা।
 
Quantcast