বাংলা ভাষা
বাংলা আমার মুখের ভাষা
প্রাণের ভাষা
বাংলা মায়ের কোল-
বাংলা আমার প্রথম শেখা
আধো আধো বোল।
এই ভাষাতেই স্বপ্ন দেখি
লিখন লিখি
মনের কথা বলি-
এই ভাষাতেই কাঁদাহাসা
নিত্য গলাগলি।
এই ভাষাতে আকুল পরাণ
হৃদয়ের টান
গানের সুরে সুরে-
সাম্পান তরী বেয়ে মাঝি
যাচ্ছে অনেক দূরে।
এই ভাষারই গন্ধ রসে
অবশেষে
মুগ্ধ আমার মন-
বাংলা প্রাণের বাংলা আমার
সুখেরই স্বপন।
বাংলা আমার জীবন মরণ
চির আপন
আমার হৃদয় হতে-
পারবে না কেউ মুছে দিতে
বাংলা কেড়ে নিতে।
বাংলা ভাষার বর্ণমালা
সাজাই আমি স্বপ্নডালা
মনের মত করে,
বুকে প্রাণের বাংলা আমার
যুগ যুগান্ত ধরে।
প্রাণের ভাষা
বাংলা মায়ের কোল-
বাংলা আমার প্রথম শেখা
আধো আধো বোল।
এই ভাষাতেই স্বপ্ন দেখি
লিখন লিখি
মনের কথা বলি-
এই ভাষাতেই কাঁদাহাসা
নিত্য গলাগলি।
এই ভাষাতে আকুল পরাণ
হৃদয়ের টান
গানের সুরে সুরে-
সাম্পান তরী বেয়ে মাঝি
যাচ্ছে অনেক দূরে।
এই ভাষারই গন্ধ রসে
অবশেষে
মুগ্ধ আমার মন-
বাংলা প্রাণের বাংলা আমার
সুখেরই স্বপন।
বাংলা আমার জীবন মরণ
চির আপন
আমার হৃদয় হতে-
পারবে না কেউ মুছে দিতে
বাংলা কেড়ে নিতে।
বাংলা ভাষার বর্ণমালা
সাজাই আমি স্বপ্নডালা
মনের মত করে,
বুকে প্রাণের বাংলা আমার
যুগ যুগান্ত ধরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৬/০৯/২০১৩সুন্দর লিখেছেন