কেমন আছো মেহেরজান
কেমন আছো মেহেরজান?
জানি ভালো নেই!
সময়ের স্রোতে দু'জনেই ভেসেছি-
বার্ধক্য তোমাকে আমাকে গ্রাস করেছে।
আমাদের তনুতে ভাঁজ পড়েছে-
মুছেগেছে উদর আর উরুর বলিরেখা।।
চুপ কেন? একি! আঁখিজল।
মনে পড়ে তোমার সেই ছেলেবেলা!
সময় সব স্মৃতি হরণ করে-
মুছেদিয়ে যায় সব।
শুধু আমরণ রেখে যায়-
আঁখিজল।।
জীবনে একা হতে হয়।
যতনে লালিত জীবন।
অযতনে তার ক্ষয়।
নদী বাঁকনেয় সময়ের প্রয়োজনে।
চাঁদ আলোদেয় রাতে-
প্রেম মরে যায় একদিন-
নতুন প্রভাতে।
তার উজ্জল প্রমাণ-
তুমি আমি আমরা।
জানি ভালো নেই!
সময়ের স্রোতে দু'জনেই ভেসেছি-
বার্ধক্য তোমাকে আমাকে গ্রাস করেছে।
আমাদের তনুতে ভাঁজ পড়েছে-
মুছেগেছে উদর আর উরুর বলিরেখা।।
চুপ কেন? একি! আঁখিজল।
মনে পড়ে তোমার সেই ছেলেবেলা!
সময় সব স্মৃতি হরণ করে-
মুছেদিয়ে যায় সব।
শুধু আমরণ রেখে যায়-
আঁখিজল।।
জীবনে একা হতে হয়।
যতনে লালিত জীবন।
অযতনে তার ক্ষয়।
নদী বাঁকনেয় সময়ের প্রয়োজনে।
চাঁদ আলোদেয় রাতে-
প্রেম মরে যায় একদিন-
নতুন প্রভাতে।
তার উজ্জল প্রমাণ-
তুমি আমি আমরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ০৩/০৭/২০২১চমৎকার প্রকাশ প্রিয় কবি।
-
ফয়জুল মহী ০৩/০৭/২০২১বাহ্ চমৎকার
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০৭/২০২১ভালো।