সেন্টমার্টিনে দেখা মাছ
সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে অনেকগুলি মাছের ছবি তুলেছিলাম, দেখেনতো কটা চিনতে পারেন।
১।
মাছ গুলি এভাবেই সাজিয়ে রাখে, বললেই ভেজে দিবে।
২।
অনেকেই হয়তো ভাবছেন এটা রুপচাদা, আসলে এটা কিন্তু রুপচাদা নয়। এটাবে ওরা বলে টেকচাদা।
৩।
দেখতে অনেকটাই টোনা ফিসের মতো, নামটা জানি না।
৪।
খাবেন নাকি কোনোটা?
৫।
ওদের ভাষায় এটার নাম সুন্দরী মাছ।
৬।
দেখতে চিংড়ির মতো, আসল নামটা মনে করতে পারতেছিনা, এটা কাঁকড়া প্রাতির।
৭।
৮।
এই দুটি মাছের নাম আমি জানি না, আপনার কেউ জানেন?
৯।
টোনা ফিস
১০।
ছোট কোরাল মাছ।
১১।
ছুরি মাছ মনে হয়।
১২।
এই মাছটারও নাম জানি না।
১৩।
বামের দুটি টেকচাদা, ডানেরটার নাম কি?
১৪।
টোনা ফিস।
১।
মাছ গুলি এভাবেই সাজিয়ে রাখে, বললেই ভেজে দিবে।
২।
অনেকেই হয়তো ভাবছেন এটা রুপচাদা, আসলে এটা কিন্তু রুপচাদা নয়। এটাবে ওরা বলে টেকচাদা।
৩।
দেখতে অনেকটাই টোনা ফিসের মতো, নামটা জানি না।
৪।
খাবেন নাকি কোনোটা?
৫।
ওদের ভাষায় এটার নাম সুন্দরী মাছ।
৬।
দেখতে চিংড়ির মতো, আসল নামটা মনে করতে পারতেছিনা, এটা কাঁকড়া প্রাতির।
৭।
৮।
এই দুটি মাছের নাম আমি জানি না, আপনার কেউ জানেন?
৯।
টোনা ফিস
১০।
ছোট কোরাল মাছ।
১১।
ছুরি মাছ মনে হয়।
১২।
এই মাছটারও নাম জানি না।
১৩।
বামের দুটি টেকচাদা, ডানেরটার নাম কি?
১৪।
টোনা ফিস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৪/২০১৯Best
-
কবি মোঃ ইকবাল ১৯/০৬/২০১৪ওয়াও! অসাধারন ফটোগ্রাফি
-
রূপক বিধৌত সাধু ০৮/০৬/২০১৪আহা! বেশ!
-
মোস্তাফিজুর রহমান ২৩/০৩/২০১৪দেখেইতো খেতে মন চায়।এক সময় ছিলেম বটে চট্রগ্রামে,যাইনি সেন্টমার্টিন কোনদিন,আজ আপনার তোল ছবি দেখে কিছুটা হলেও আশ মিটেছে।শুভচ্ছো রইলো।
-
suman ১১/১২/২০১৩দারুণ ! এ সব কেবল চোখে ভাসছে ...