প্রাইজবন্ড কথন
আমরা অনার্স ২য় বর্ষে পড়ার সময় আমাদের এক ক্লাসমেটের ব্যাংকে একটা চাকরি হয়ে যায়। বাসা থেকে ও চাকরি ব্যাপারে কোনো সাপোর্ট করে না। ফলে মেডিকেল করার মতো টাকা ওর কাছে ছিলো না। এক সময় ও তার একজন বন্ধ্রর কাছ থেকে মেডিকেলের টাকাটা ধার নেয়। চাকরিতে জয়েনের পর প্রথম মাসের বেতন পেয়ে বন্ধুকে ধারের টাকাটা ফেরত দিতে চাইলে বন্ধু সেটা ফেরত নিতে চায় না। শেষ পর্যন্ত ও সেইটাকার প্রাইজবন্ড কিনে উপহার দেয় বন্ধুকে।
মজার বিষয় হচ্ছে নেক্সট লটারিতেই সেখান থেকে একটা লেগে যায়।
দুঃখের বিষয় হচ্ছে - আমার কাছে ৬/৭ বছর ধরে ১০টি আছে, এখনো লাগেনি। তাই জেদ করে আগামী জানুয়ারিতে আরো ১০০টি কিনবো ঠিক করেছি।
মজার বিষয় হচ্ছে নেক্সট লটারিতেই সেখান থেকে একটা লেগে যায়।
দুঃখের বিষয় হচ্ছে - আমার কাছে ৬/৭ বছর ধরে ১০টি আছে, এখনো লাগেনি। তাই জেদ করে আগামী জানুয়ারিতে আরো ১০০টি কিনবো ঠিক করেছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল ২৭/১১/২০১৩আপনার ১০০টি থেকে ১০০-১ রেখে বাকীটি রাখালকে দিবেন । দেখবেন, লেগে গেছে ।