কচুরি পানার ফুল
অনেকদিন আগে গিয়ে ছিলাম ভৈরবের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে। আমার মেয়েও ছিলো সাথে। ওকে নিয়ে গ্রামের পাশের নিচু জলা জমিতে হাঁটতে গিয়ে ছিলাম। দেখতে পেলাম পাশেই ফুঁটে আছে অনেকগুলি কচুরি পানার ফুল। গ্রামের দুটি বাঁচ্চামেয়ে সেই ফুল তলে নিয়ে যাচ্ছে খেলবে বলে, তারই কিছু ছবি শেয়ার করছি এখানে।
...
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
...
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল ৩১/১০/২০১৩তুচ্ছ জিনিসের শৈল্পিক রুপায়ন!
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/১০/২০১৩সত্যিই অসাধারণ কিছু ছবি।খুবই উপভোগ করলাম।
-
জহির রহমান ৩১/১০/২০১৩বাংলা মায়ের কতযে রূপ! আমি বার বার মুগ্ধ হয়ে দেখি আমার প্রিয় স্বদেশ কে।