www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

2441139 প্যারোডি

অঞ্জন দত্ত আমার প্রিয় শিল্পীদের একজন। খুবই ভালো লাগে ওর গান। একটা সময় ছিলো ওর নতুন কোনো এ্যালবাম বের হলেই কিনে শুনতাম। এখন যদিও গান শোনার সেই ঝোঁকটা আর তেমন নেই তবুও জমুখি গানের সেই আবেদনটা রয়েই গেছে মনে কোনে। আমাদের বাংলাদেশে অঞ্জন দত্তের অনেকগুলি গান বেশে জনপ্রিয়। তার মধ্যে অঞ্জন দত্তের  চমৎকার একটি গান হচ্ছে 2441139, গানটির লিরিক হচ্ছে নিম্নরূপ -



চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছো না
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না দেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে
জরু্রি খুব জরুরি দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতোদিন ধরে এতো অপেক্ষা
রাস্তার কতো সস্তা হোটেলে
ব্যস্ত ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা
আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার নাল-নীল সংসার

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি

হ্যালো ধুর ছাই হ্যালো
—————————
অঞ্জন দত্ত




অঞ্জন দত্তের জনপ্রিয় এই গানটির জবাবে টেলিফোনের অপর প্রান্ত থেকে বেলা বোস বলেছিলেন…

চাকরিটা ওগো পেতেই পারো তুমি
তবুও তোমায় বানাব না যে স্বামী
সম্বন্ধটা ভাঙব কেন, কিসের এত ঠ্যাকা?
চাকরি পেলেও তোমার বাপের আছেই বা কয় ট্যাকা?
স্টার্টিংয়ে ওরা ১১০০ দিক, আমার কী হলো তাতে?
চাইনিজে যেতে ২২০০ লাগে, মরতে চাই না ভাতে।
চুপ কর গাধা মাফ কর মোরে
দে ছেড়ে দে লাইন।
হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯
বেলা বোস আমি, শুনতে পাচ্ছি ফাইন।
মিটার বাড়ুক তোমার পাবলিক টেলিফোনে
মোবাইল তো আর পারবে না দিতে কিনে।
স্বপ্নের আমি গুষ্টি কিলাই শুনো।
এত দিন ধরে আমি মরি মরি।
রাস্তার কোনো সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দুজনে
তুমি শুধু টানতে কেবল বিড়ি।
প্রতিদিন আমি বিল দিয়েছি পারব না দিতে আর।
জঞ্জাল ভরা মিথ্যা শহরে হবে না
তোমার আমার টানাটানির সংসার।
চুপ করে তুমি কাঁদছ ফুঁপিয়ে।
ভালো একটা মেয়ে দেখে করে ফেলো এবার বিয়ে।
মরে গেলেও তোমার কাবিনে করব না আমি সাইন।
হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯।






আমার এক বন্ধু হীরা এই গানটির আরেকটি প্যারডি পাঠালো আমাকে……..
পালিয়ে বিয়ে করে বাবাকে ফোন দিয়ে বলছে জণৈক পাগল…

বিয়েটা আমি করে ফেলেছি বাবা শুনছো…
এখন আর তুমি আটকাতে পারবেনা…
শুভ কাজ টা সেরে ফেলেছি তোমাদের চোখে আড়ালে…
মাকে বলে দিয় তোমার ভয়ে ঘরে আর ফিরছিনা…

বিয়েটা আমি করে ফেলেছি বাবা সত্যি…
আইন নিজের হাতে তুলেই নিলাম ব্যস…
শুরুতে ওরা যৌতুক দেয়নি…
তিন মাস পরে কনফার্ম…
ও বাবা তুমি শুনতে পাচ্ছো কি…

এটা কি ৪২০৮৪০?…
ও বাবা তুমি পাচ্ছো কি শুনতে?…
বয়স যাচ্ছিলো বেড়ে, তবু বেপরোয়া তুমি ছিলে…
পারিনি তাই নিজেকে আর থামাতে…





আরো একটি প্যারডি রয়েছে এই গানটির। তখন নাকি অঞ্জন দত্তের চাকরিটা চলে গিয়েছিল…..

চাকরিটা মোর চলে গেছে বেলা শুনছো
এখন আর বাড়ি ফিরে আসতে হবেনা
ঈদের শপিংয়ের প্ল্যান তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও শাড়ি- চুড়ি কিনছ না

চাকরিটা মোর চলে গেছে বেলা সত্যি
বেকার থাকব কয়েকটা মাস ব্যাস
আবার করব টিউশনি , ম্যাট্রিক আর ইন্টার
চুপ করে কেন কথা কানে যাচ্ছেনা ?
এটা কি ০১৬*২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ০১৬*২৪৪১১৩৯
এটা কি বেলা বোসের নাম্বার ?
সময় যাচ্ছে চলে আর ব্যালেন্স যাচ্ছে কমে
এফএনএফ করা নেই যে আমার !!!

স্বপ্ন তোমার থেকে যাবে শুধু স্বপ্নই
জুয়েলারি আর গাড়ি-বাড়ি কেনার
হানিমুনে আর হবে না যাওয়া
প্যারিস থেকে নিউইয়র্ক
সুইজারল্যান্ড আর অস্ট্রেলিয়া
শ্বশুরের কাছে টাকা চাওয়া সেতো লজ্জার
ধার করলে কি করে দেব শোধ ??
দু-চার পয়সা ইনকাম ছিল ,আজ থেকে সেটা বন্ধ
বিরানি-পোলাও খাওয়া হবে না রোজ
এটা কি ০১৬*২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।

চুপ করে কেন একি বেলা তুমি হাসছ !!!
চাকরিটা মোর চলে গেছে সত্যি
বিয়ের সময় শ্বশুরের থেকে যৌতুক আমি না নিয়ে
আফসোস !!! কত বড় ভুল করেছি !!!

এটা কি ০১৬*২৪৪১১৩৯ ?
বেলা বোস তুমি পারছ কি শুনতে??
এয়ারটেলের নেটওয়ার্কে তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ০১৬*২৪৪১১৩৯
এটা কি বেলা বোসের নাম্বার ?
সময় যাচ্ছে চলে আর ব্যালেন্স যাচ্ছে কমে
এফএনএফ করা নেই যে আমার !!!

হ্যালো ০১৬*২৪৪১১৩৯

ধুর ছাই ০১৬*২৪৪১১৩৯


বি.দ্র. সবটাই বিচ্ছিন্ন ভাবে নেট থেকে সংগ্রহীত
প্রথম প্রকাশ : http://zizipooka.com
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৪৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সম্ভব সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো একসাথে সব উত্তর গুলো পেয়ে। আগে বিচ্ছিন্নভাবে পড়ে ছিলাম।
  • অমর কাব্য ১৬/০৫/২০১৪
    balo kajy mon dily hoi na
  • কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩
    মজা পেলাম বেশ।
    গাঁজা যে নিঃশেষ।
    এখন করি কি?
    আর আছে প্যারোডি?

    ভালো থেকো মরুভূমির জলদস্যু।
    চরের ভেতর পাহাড় চুঁড়া
    দেখতে এসো পরশু।
  • খুবই মজা পেলাম ভাই মরুদস্যু
    • জেনে শুখি হলাম
  • আরজু নাসরিন পনি ২৬/১০/২০১৩
    হাহা
    সংগ্রহ মজার হয়েছে...
    সত্যিই অঞ্জন দত্তের গানটা অসাধারণ !
    কতোদিন শুনি এখনও...
    এখনও গুনগুন করে গাই...

    শুভেচ্ছা মরুদস্যু ।।
  • জহির রহমান ২৫/১০/২০১৩
    স্বাগতম সারোয়ার ভাই।
    • আপনার জন্যও শুভেচ্ছা।
      আপনার নিমন্ত্রণেই আসা।
      • জহির রহমান ২৫/১০/২০১৩
        এভাবে বলবেন না ভাই। প্রিয় মানুষদের সাথে একই প্লাটফ্লমে থাকতে চাই বলে আপনাকে লিংকটা দিয়েছি। লিংকটা আমি পেয়েছি 'রাখাল' ভাইয়ের কাছে। তিনিও আমাকে গত কালই লিংক দিয়েছেন।
        • দেখা যাক কতটা জমে আড্ডা এইখানে।
  • রাখাল ২৫/১০/২০১৩
    সোহান ভাই, ভাল আছেন তো?
 
Quantcast